Advertisement

Rahim Yar Khan Airbase: অপারেশন সিঁদুরের ক্ষত এখনও সারাতে পারল না পাকিস্তান, ২ মাস পরেও বন্ধ রহিম ইয়ার খান বিমানঘাঁটি

ভারতের অপারেশন সিঁদুর অভিযানের ক্ষত কি এখনও শুকোয়নি পাকিস্তানে? ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের ২ মাস পরেও বন্ধ রয়েছে সে দেশের রহিম ইয়ার খান বিমানঘাঁটি। অপারেশন সিঁদুরের সময় ওই বিমানঘাঁটির একমাত্র রানওয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ওই রানওয়ে এখনও বন্ধ রয়েছে। যার থেকে মনে করা হচ্ছে, ভারতের আক্রমণের ফলে যে বিপর্যয় হয়েছে, তা এখনও সামলে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। 

বিমানঘাঁটির রানওয়ে।বিমানঘাঁটির রানওয়ে।
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • ২ মাস পরেও বন্ধ রয়েছে সে দেশের রহিম ইয়ার খান বিমানঘাঁটি।
  • অপারেশন সিঁদুরের সময় ওই বিমানঘাঁটির একমাত্র রানওয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।
  • পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত।

ভারতের অপারেশন সিঁদুর অভিযানের ক্ষত কি এখনও শুকোয়নি পাকিস্তানে? ভারতীয় সেনাবাহিনীর পরাক্রমের ২ মাস পরেও বন্ধ রয়েছে সে দেশের রহিম ইয়ার খান বিমানঘাঁটি। অপারেশন সিঁদুরের সময় ওই বিমানঘাঁটির একমাত্র রানওয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। ওই রানওয়ে এখনও বন্ধ রয়েছে। যার থেকে মনে করা হচ্ছে, ভারতের আক্রমণের ফলে যে বিপর্যয় হয়েছে, তা এখনও সামলে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। 

সম্প্রতি পাকিস্তানের জারি করা নোটামে (বিমানকর্মীদের জন্য নোটিশ) বলা হয়েছে যে, রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়ে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। নোটিশে কোনও সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে যে, মেরামতের কাজ চলছে।

প্রথম নোটাম জারি করা হয়েছিল ১০ মে। নোটিশে বলা হয়েছিল যে, পঞ্জাব প্রদেশে অবস্থিত এ বিমানঘাঁটির রানওয়ে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এরপর ৪ জুন দ্বিতীয় নোটাম জারি করা হয় এবং নিষেধাজ্ঞার মেয়াদ ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।

উচ্চ-রেজোলিউশনের স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, বিমানঘাঁটির রানওয়ের মাঝখানে একটি বড় এবং গভীর গর্ত তৈরি হয়েছে। এছাড়াও, বিমানঘাঁটির একটি ভবনেরও মারাত্মক ক্ষতি হয়েছে। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যুতে ফুঁসে ওঠে গোটা দেশ। তার পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। জঙ্গি হামলার বদলা নেওয়ার দাবি ওঠে গোটা দেশে। গত ৭ মে মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। যে অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের এই অভিযানে পর্যদুস্ত হয় পাকিস্তান। তার পরই সীমান্ত ঘেঁষা ভারতের একাধিক শহরকে নিশানা করে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। কিন্তু ইসলামাবাদের সব চক্রান্ত বানচাল করে মোক্ষম জবাব দেয় ভারত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement