Advertisement

Army Chief Munir on India: 'আশাতীত জবাব...', আবারও ফাঁকা আওয়াজ মুনিরের

পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের বেয়দবি কিছুতেই কমছে না। বারবার ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন তিনি। আর সেই তালিকায় আবার নতুন সংযোজন হল। পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমি কালুলে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে মুনির বলেন, 'পাকিস্তান আশাতীত জবাব দিতে পারে।'

ভারতকে নতুন করে হুমকি মুনিরেরভারতকে নতুন করে হুমকি মুনিরের
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Oct 2025,
  • अपडेटेड 1:29 PM IST
  • পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের বেয়দবি কিছুতেই কমছে না
  • বারবার ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন তিনি
  • পাকিস্তান আশাতীত জবাব দিতে পারে

পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনিরের বেয়দবি কিছুতেই কমছে না। বারবার ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন তিনি। আর সেই তালিকায় আবার নতুন সংযোজন হল। পাকিস্তানের মিলিটারি অ্যাকাডেমি কালুলে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে মুনির বলেন, 'পাকিস্তান আশাতীত জবাব দিতে পারে।' তিনি আরও জানান, ভারতের ভৌগলিক বিশালতার যে ভ্রম রয়েছে, সেটা ভেঙে দেবে পাকিস্তান। এই প্রতিক্রিয়া হবে ঘাতক। 

এখানেই থেমে না থেকে ভারতীয় সেনা আধিকারিকদেরও হুমকি দিয়েছেন মুনির। তার ভারতীয় সেনাকে পরামর্শ, উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দেবেন না। নইলে পরিস্থিতি খারাপ দিকে যেতে পারে। 

সমস্যার সমাধানে পারস্পরিক সম্মান জরুরি
ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়ছে দূরত্ব। আর এমন পরিস্থিতিতে সমস্যা সমাধানের জন্য পারস্পরিক সম্মান এবং সমতার প্রয়োজন বলে মনে করেন মুনির।

পাকিস্তানকে ধমকিয়ে লাভ হবে না
এ দিন একের পর এক বিস্ফোরক মন্তব্য করে মুনির। তিনি বলেন, 'পাকিস্তানকে কোনওভাবেই দাবিয়ে বা ধমকিয়ে রাখা যাবে না।' অর্থাৎ ভারতের দিকে বার্তা স্পষ্ট। পাকিস্তান যে ভারতকে ভয় পাচ্ছে না, সেটাই বোঝানোর চেষ্টা। 

যদিও এই সব ফাঁকা আওয়াজকে পাত্তা দিতে নারাজ সামরিক বিশেষজ্ঞরা। বরং ভারত যে প্রতিবেশী পাকিস্তানকে ১০ গোল দেবে, সেটা মনে করিয়ে দিচ্ছেন তারা। 

আগেও এই ধরনের মন্তব্য করেছেন মুনির
পাকিস্তান আর্মি চিফের এই ধরনের আচরণ নতুন নয়। বারবারই তিনি এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে থাকেন। তার বক্তব্যে আক্রমণের কেন্দ্রে থাকে ভারত। 

এই যেমন আমেরিকার একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, যদি পাকিস্তানের উপর আক্রমণ হয়, তাহলে আধা দুনিয়াকে সঙ্গে নিয়েই ডুববে তারা। 

এখানেই শেষ নয়, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ তৈরি করে, তাহলে ১০ মিসাইল দিয়ে পাকিস্তান সেটা উড়িয়ে দেবে।

তবে মুনিরের এই ধরনের হুমকিতে একবারেই পাত্তা দেয় না ভারত। পাগলের প্রলাপ ভেবে উড়িয়ে দেয়।

পাকিস্তানকে নিয়ে হাসির রোল

ও দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল চেয়ে বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেখানে এমন এমন কথা তিনি বলেছেন শেহবাজ, যাকে 'জুতো চাটার' সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। আর সেটা নিয়েই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সারা বিশ্বই এখন পাক প্রধানমন্ত্রীর এই কাজে হাসছে। আর ও দিকে সেই দেশের সেনা প্রধান ভারতকে দিচ্ছে হুুঁশিয়ারি। সত্যি ভাবা যায় না!

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement