Advertisement

PM Narendra Modi: নিউ অর্লিন্সে জঙ্গি হামলা 'কাপুরুষোচিত', সন্ত্রাসবাদের কড়া নিন্দা প্রধানমন্ত্রী মোদীর

নিউ অর্লিন্সে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার সেন্ট্রাল নিউ অর্লিন্সে ভিড়ের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়ে একটি ট্রাক। তারপর ট্রাক থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই হামলাকে 'কাপুরুষোচিত হামলা' বলে নিন্দা মোদীর। 

নিউ অর্লিন্সে জঙ্গি হামলানিউ অর্লিন্সে জঙ্গি হামলা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Jan 2025,
  • अपडेटेड 7:37 PM IST

নিউ অর্লিন্সে জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার সেন্ট্রাল নিউ অর্লিন্সে ভিড়ের মধ্যে তীব্র গতিতে ঢুকে পড়ে একটি ট্রাক। তারপর ট্রাক থেকে নেমে এলোপাথাড়ি গুলি ছোড়ে। ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই হামলাকে 'কাপুরুষোচিত হামলা' বলে নিন্দা মোদীর। 

এক্স-হ্যান্ডেল বার্তায় প্রধানমন্ত্রী মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আরও বলেন, "আমরা নিউ অর্লিন্সে কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করি। আমাদের প্রার্থনা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। তাঁরা এই বেদনা কাটিয়ে সুস্থ হওয়ার জন্য শক্তি এবং সান্ত্বনা পাক।" 

বুধবার, ৪২ বছর বয়সী শামসুদ-দিন জব্বর, প্রাক্তন মার্কিন সেনা কর্মী আফগানিস্তানে ভিড়ের মধ্যে ধাক্কা মারে। তারপর গুলি চালায়। ১৫ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ব্যক্তি। সন্দেহভাজন ব্যক্তির ট্রাকে একটি আইএসআইএস পতাকা ছিল। যে কারণে অন্যদের সহায়তায় হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে, বলে মনে করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) । এটি একটি সন্ত্রাসবাদী হামলা হিসাবে বলা হয়।

আরও পড়ুন

বুধবার ভোর ৩টে ১৫ মিনিটে নাগাদ বার্বোন স্ট্রিট এবং ইবারভাইলের মাঝে ঘটনাটি ঘটে। নাইট পার্টির জন্য ওই জায়গাটি খ্যাত। বর্ষবরণের উদযাপনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেন এই হামলা চালানো হল, তা প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়নি। 

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তীব্র গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে। তারপর আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালাতে শুরু করে ট্রাক চালক। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গুলির লড়াইও চালায় ওই আততায়ী। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। 

Read more!
Advertisement
Advertisement