Advertisement

India Russia Deal: পুতিন এলেই সবথেকে বড় চুক্তি করতে চলছে ভারত...পাকিস্তান ও চিনকে সরাসরি বার্তা মোদী সরকারের

India Russia Deal: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) হোক বা ফোনালাপ, বিশ্বরাজনীতিতে বারবারই ধরা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের ব্যক্তিগত সদ্ভাব। ইউক্রেন যুদ্ধের পরেও ভারত রাশিয়ার পাশে থেকেছে, যা আন্তর্জাতিক মহলে বিশেষ নজর কাড়ে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 7:42 PM IST

India Russia Deal: প্রায় তিন বছর পর আবারও ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শেষবার তিনি দিল্লি সফর করেছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। এবার ৪-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) হোক বা ফোনালাপ, বিশ্বরাজনীতিতে বারবারই ধরা পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের ব্যক্তিগত সদ্ভাব। ইউক্রেন যুদ্ধের পরেও ভারত রাশিয়ার পাশে থেকেছে, যা আন্তর্জাতিক মহলে বিশেষ নজর কাড়ে।

এবারের সফরের মূল ফোকাস প্রতিরক্ষা সহযোগিতা। বিশেষ করে নতুন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল। ভারত ইতিমধ্যে ফ্রান্স (রাফাল), মার্কিন যুক্তরাষ্ট্র (অ্যাপাচি হেলিকপ্টার), ইজরায়েল (ড্রোন) সহ নানা দেশ থেকে আধুনিক অস্ত্র কিনছে। তবুও পুরোনো এবং গভীর প্রতিরক্ষা সম্পর্ক রাশিয়ার সঙ্গে অটুট।

আরও পড়ুন

রাশিয়ার শীর্ষ সংস্থা Rostec ভারতকে আশ্বস্ত করেছে যে, এবার কোনও ধরনের বিলম্ব হবে না। শুধু নতুন অস্ত্র নয়, ভারতের বহু পুরোনো প্রতিরক্ষা সরঞ্জামের স্পেয়ার পার্টস এখনও একমাত্র রাশিয়াই সরবরাহ করে। দাম তুলনায় কম, আর আস্থার জায়গাটিও দীর্ঘদিনের।

ভারতের যুক্তরাষ্ট্র ও ফ্রান্স থেকে নতুন অস্ত্র কেনা বাড়লেও, পুরোনো রুশ অস্ত্রভাণ্ডার টিকে থাকবে আরও ২০-২৫ বছর। আন্তর্জাতিক চাপ যাই হোক, রাশিয়া কোনওদিনই ভারতকে ‘না’ বলেনি। এই ইতিহাসই দুই দেশের সম্পর্কে আরও দৃঢ়তা এনে দিয়েছে।

পুতিনের এই সফরে ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। নতুন S-400 সিস্টেম আসার পাশাপাশি এর একটি উল্লেখযোগ্য অংশ ভারতেই তৈরি হবে, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে আরও এগিয়ে দেবে।

 

Read more!
Advertisement
Advertisement