Advertisement

Wagner chief Prigozhin: বিমান দুর্ঘটনায় মৃত পুতিন বিরোধী ভাড়াটে সেনাপ্রধান প্রিগোজিন? রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, জেটটি প্রিগোজিনের নিজেরই। ইয়েভজেনি প্রিগোজিন হলেন ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রতিষ্ঠাতা। অর্থ বা ক্ষমতার বিনিময়ে ব্যক্তিগত সেনা ভাড়া দেন তিনি। 

ইয়েভজেনি প্রিগোজিন
Aajtak Bangla
  • মস্কো,
  • 23 Aug 2023,
  • अपडेटेड 11:37 PM IST
  • বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে একটি বিজনেস জেট ভেঙে পড়ে।
  • বিমানের ১০ জন যাত্রীই এই ঘটনায় নিহত হন। রুশ আধিকারিকদের ধারণা, ভাড়াটে যোদ্ধাদের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও এই যাত্রীদের তালিকায় ছিলেন।
  • তবে তিনি এই বিমানটিতেই ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।  

বুধবার মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে একটি বিজনেস জেট ভেঙে পড়ে। বিমানের ১০ জন যাত্রীই এই ঘটনায় নিহত হন। রুশ আধিকারিকদের ধারণা, ভাড়াটে যোদ্ধাদের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও এই যাত্রীদের তালিকায় ছিলেন। তবে তিনি এই বিমানটিতেই ছিলেন কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি।  

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, জেটটি প্রিগোজিনের নিজেরই। ইয়েভজেনি প্রিগোজিন হলেন ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রতিষ্ঠাতা। অর্থ বা ক্ষমতার বিনিময়ে ব্যক্তিগত সেনা ভাড়া দেন তিনি। 

রাশিয়ার অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক রোসাভিয়েতসিয়া অবশ্য জানিয়েছে, ইয়েভজেনি প্রিগোজিন যাত্রীদের তালিকায় ছিলেন। তবে তিনি ওই ফ্লাইটে উঠেছিলেন কিনা তা তারা জানাতে পারেনি। আর সেই নিয়েই শুরু হয়েছে বিভ্রান্তি। 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, বিমানটিতে তিন পাইলট এবং সাতজন যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মস্কো থেকে ১০০ কিলোমিটার(৬০ মাইল) উত্তরে টাভার অঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়টি তদন্ত চলছে।

প্রিগোজিনের ব্যক্তিগত সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে লড়াই করত। তবে, জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে একটি  তিনি এক স্বল্পকালীন সশস্ত্র বিদ্রোহ করেছিলেন। ক্রেমলিন জানায়, তাঁকে বেলারুশে নির্বাসিত করা হবে এবং তাঁর যোদ্ধারা হয় অবসর নেবে নয় তো রুশ সামরিক বাহিনীতে যোগ দেবে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement