Advertisement

Putin India Visit: ট্রাম্পের হুমকিকে বুড়ো আঙুল, সম্পর্ক 'মজবুত' করতে ভারতে আসছেন পুতিন

আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই বড় খবর। ভারতে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । বর্তমানে রাশিয়াতে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মস্কো থেকেই ডোভাল জানিয়েছেন পুতিন এই বছরের শেষের দিকে ভারত সফর করবেন।

ট্রাম্পের হুঙ্কারের মধ্যেই নায় কৌশল মোদী-পুতিনেরট্রাম্পের হুঙ্কারের মধ্যেই নায় কৌশল মোদী-পুতিনের
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 4:30 PM IST

আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মধ্যেই বড় খবর। ভারতে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন । বর্তমানে রাশিয়াতে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মস্কো থেকেই ডোভাল জানিয়েছেন পুতিন এই বছরের শেষের দিকে ভারত সফর করবেন। রাশিয়ান প্রেসিডেন্টের ভারত সফরের খবর এমন এক সময়ে আসছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার তেল কেনায় ভারতের উপর ক্ষুব্ধ। সেইকারণে  ভারতের উপর ৫০% শুল্কও বৃদ্ধি করেছেন ট্রাম্প। বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ার সঙ্গে  আলোচনা করতে মস্কোতে রয়েছেন। এখানে তিনি রাশিয়ান আধিকারিক  এবং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

রাশিয়ান সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স (Interfax)  জানিয়েছে যে প্রেসিডেন্ট পুতিন অগাস্টের শেষে ভারত সফর করবেন। তবে পরে সংস্থাটি জানিয়েছে যে  পুতিন ২০২৫ সালের শেষে ভারত সফর করবেন।

ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারতের উপর ২৫% শুল্ক আরোপ করেছিলেন। কয়েকদিন পরে, তিনি ঘোষণা করেন যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর মার্কিন শুল্ক বৃদ্ধি করা হবে। তিনি বলেন, 'ভারত কেবল রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে না, বরং কেনা  তেলের একটি বড় অংশ খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে। রাশিয়া ইউক্রেনে কত লোককে হত্যা করছে তার  পরোয়া করে না ভারত। এর পরিপ্রেক্ষিতে, আমি ভারতের উপর শুল্ক বাড়াতে যাচ্ছি।' এরপর বুধবার, ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেন, যার ফলে মোট শুল্ক ৫০% এ পৌঁছেছে। ট্রাম্পের  আদেশ জারির ২১ দিন পর ভারতের উপর এই ৫০% শুল্ক কার্যকর হবে।

ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের বিষয়ে ভারত কী বলেছে?
ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। মন্ত্রক বলেছে, 'এই পদক্ষেপটি অন্যায্য, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক।' বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ  বিবৃতি দেন, 'সাম্প্রতিক সময়ে, আমেরিকা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি।  এর উদ্দেশ্য হল ভারতের ১৪০ কোটি জনসংখ্যার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement