Advertisement

Weight Loss Tablet: দিনে একটি ট্যাবলেট, ওজন ঝরবে হু হু করে, জানুয়ারিতেই বাজারে আসছে

এবার নয়া এক ধরনের ওজন কমানোর ট্যাবলেটের অনুমোদন দিল আমেরিকা। এই ট্যাবলেট দিনে একটা করে খেলেই হু হু করে কমবে ওজন। ইতিমধ্যেই সমীক্ষায় মিলেছে যে তথ্য। কী সেই ট্যাবলেট? কবে থেকে বাজারে মিলবে?

ওজন কমানোর ট্যাবলেট ওজন কমানোর ট্যাবলেট
Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 11:13 AM IST
  • দিনে একটা করে রোজ খেতে হবে
  • ২০% কমবে ওজন
  • আমেরিকায় অনুমোদন পেল নয়া ট্যাবলেট

দিনভর কর্মব্যস্ত জীবনে না আছে এক্সারসাইজ করার সময়, আর না তো ফাস্ট ফুড খাওয়া ছাড়তে পারছেন। ফলস্বরূপ তরতর করে বেড়ে চলেছে ওজন। ওবেসিটি আজকের জীবনে দাঁড়িয়ে একটি বড় সমস্যা। তবে এবার স্থূলতা চিকিৎসায় বড়সড় অগ্রগতি হল। 'উইগভি' ট্যাবলেটের অনুমোদন দিল মার্কিন যুক্তরাষ্ট্রের FDA।

ওজন কমানোর চিকিৎসায় এক গুরুত্বপূর্ণ অগ্রগতির পথে হাঁটল আমেরিকা। বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত ওজন কমানোর ওষুধ 'উইগভি' (WEGOVY) ট্যাবলেটের সংস্করণ অনুমোদন দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)।

এতদিন 'উইগভি' কেবলমাত্র সাপ্তাহিক ইনজেকশন হিসেবে পাওয়া যেত। যা অনেক রোগীর জন্য অস্বস্তিকর কিংবা দীর্ঘমেয়াদি ভাবে অনুসরণ করা কঠিন হত। তবে এই নতুন অনুমোদিত ট্যাবলেটটি প্রতিদিন একবার করে খেতে হবে। এতে ইনজেকশনের মতোই ওজন কমানোর ক্ষেত্রে সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছেষ। ফলে আরও বেশি মানুষের জন্য চিকিৎসা সহজলভ্য হবে।

নোভো নরডিস্ক জানিয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, 'উইগভি' ট্যাবলেট গ্রহণকারী ব্যক্তিরা গড়ে ১৬.৬ শতাংশ পর্যন্ত শরীরের ওজন কমিয়ে ফেলতে সক্ষম হবে। প্রায় ১৩০০ জন অংশগ্রহণকারীর এক তৃতীয়াংশের ওজন ২০ শতাংশ বা তার বেশি কমে গিয়েছে। কোম্পানির দাবি, এই ফলাফল ইনজেকশনেরই সমতুল্য।

'উইগভি' GLP-1 শ্রেণীর ওষুধ, যা ক্ষুধা কমায় এবং দীর্ঘ সময় পেট ভর্তি রাখার মতো অনুভূতি তৈরি করে। যদিও 'ওজেম্পিক' ওষুধটিও ওজন কমাতে সহায়ক। সেগুলি মূলত টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনুমোদিত। 'উইগভি' আলাদা ভাবে ওজন নিয়ন্ত্রণের উদ্দেশে FDA অনুমোদন পেয়েছে আগেই।

নোভো নরডিস্ক জানিয়েছে,'উইগভি' ট্যাবলেট সংস্করণ ২০২৬ সালের জানুয়ারির শুরুতে আমেরিকার বাজারে আনা হবে। তবে এর দাম বা বিমা কভারেজ সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, ওষুধটির গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করবে এর মূল্য ও সহজলভ্যতার উপর।

ওজন কমানোর ওষুধের দ্রুত বেড়ে ওঠা বাজারে এলি লিলি (Eli Lilly) সহ একাধিক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে নোভো নরডিস্ক। খবর প্রকাশের পর নিউইয়র্কে আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে কোম্পানিটির শেয়ার প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছে।

Advertisement

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, ইনজেকশন এড়িয়ে চলা রোগীদের জন্য এই ট্যাবলেট স্থূলতা চিকিৎসার ধরণ বদলে দিতে পারে। বিশ্বজুড়ে স্থূলতার হার বাড়তে থাকায় ওরাল ওষুধ হিসেবে এই অনুমোদন গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Read more!
Advertisement
Advertisement