Advertisement

Trump on USAID: 'বন্ধু মোদীকে ২১ লক্ষ মিলিয়ন ডলার', USAID নিয়ে আবার সরব ট্রাম্প

'আমাদেরই যথেষ্ট মাথাব্যথা আছে। এর মধ্যে আবার ভারতের ভোট নিয়ে আমরা মাথা ঘামাব কেন?' ফের প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্পর। এই নিয়ে পর পর তিনদিন USAID-এর মাধ্যমে 'বন্ধু পিএম মোদী ও ভারতকে' ২১ মিলিয়ন ডলারের অনুদানের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

'বন্ধু পিএম মোদী ও ভারতকে' ২১ মিলিয়ন ডলারের অনুদানের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট।'বন্ধু পিএম মোদী ও ভারতকে' ২১ মিলিয়ন ডলারের অনুদানের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট।
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 10:21 AM IST

'আমাদেরই যথেষ্ট মাথাব্যথা আছে। এর মধ্যে আবার ভারতের ভোট নিয়ে আমরা মাথা ঘামাব কেন?' ফের প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্পর। এই নিয়ে পর পর তিনদিন USAID-এর মাধ্যমে 'বন্ধু পিএম মোদী ও ভারতকে' ২১ মিলিয়ন ডলারের অনুদানের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, জো বাইডেন প্রশাসনের আমলে মার্কিন সহায়তা তহবিল মারফত ভারতে 'ভোটার টার্নআউট' বাড়াতে এই টাকা দেওয়া হয়েছিল। গত লোকসভা ভোটের সময়েই নাকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ফান্ডিং এসেছিল। আর সেই সিদ্ধান্তেরই তীব্র বিরোধিতা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু সেদেশেই নয়, ভারতেও বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে।

এদিন ট্রাম্প বলেন, 'আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-ভারতকে ২১ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। সেখানে ভোটার টার্নআউট বাড়ানোর জন্য। আমরা ২১ মিলিয়ন ডলার দিচ্ছি ভারতের ভোটার টার্নআউটের জন্য। কিন্তু আমাদের কী হবে? আমিও তো আমাদের এখানে ভোটার টার্নআউট বাড়াতে চাই।'

এই মন্তব্যের পর নতুন করে কংগ্রেস ও বিজেপির মধ্যে বিবাদের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের এই দাবির পরেই BJP অভিযোগ তুলেছে, বিদেশি অর্থের মাধ্যমে ভারতের ২০২৪ লোকসভা নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে।

শুক্রবার ফের ট্রাম্প এই ফান্ডিং নিয়ে প্রশ্ন তুলে এটিকে 'কিকব্যাক স্কিম' বলে আখ্যা দেন। তিনি বলেন, 'ভারতের ভোটার টার্নআউট নিয়ে আমাদের এত মাথাব্যথা কিসের? আমাদের তো নিজেদেরই হাজারো সমস্যা রয়েছে।'

বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'ভারত একটি স্বাধীন সার্বভৌম দেশ। কোনও বিদেশি সংস্থার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।' তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও কাঠগড়ায় তোলেন। তাঁর অভিযোগ, 'মোদীজিকে নিজের ক্ষমতায় হারাতে না পেরে বিদেশি শক্তির সাহায্য চাইছেন রাহুল গান্ধী। মোদীজির প্রতি ঘৃণা পোষণ করতে গিয়ে ওঁরা এখন ভারতকেই ঘৃণা করতে শুরু করেছেন।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement