Advertisement

Venezuela : আমেরিকার আক্রমণে ভেনেজুয়েলার ১০০ জন নিহত হয়েছেন, দাবি সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বন্দি করার সময় আমেরিকার কেউ হতাহত হননি, দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জানা গেল ভেনেজুয়েলায় কতজনের মৃত্যু হয়েছিল।

ভেনেজুয়েলায় ১০০ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ১০০ জনের মৃত্যু
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 4:26 PM IST
  • আমেরিকার আক্রমণে ভেনেজুয়েলার ১০০ জন নিহত
  • দাবি সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে বন্দি করার সময় আমেরিকার কেউ হতাহত হননি, দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার জানা গেল ভেনেজুয়েলায় কতজনের মৃত্যু হয়েছিল। সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলোর দাবি, আমেরিকার আক্রমণের জেরে ১০০ জন মারা গিয়েছেন। 

আমেরিকার হামলায় কতজনের মৃত্যু হয়েছিল তা এতদিন জানায়নি কারাকাস। তবে সেই দেশের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের ২৩ জন মারা গিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছিলেন, মাদুরোর  যাঁরা নিরাপত্তারক্ষী ছিলেন তাঁদের ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। কিউবা জানিয়েছিল, তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার ৩২ জন সদস্য প্রাণ হারিয়েছেন। 

ক্যাবেলোর আরও দাবি, নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যখন আটক করা হয় তখন তাঁর মাথায় আঘাত লেগেছিল। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছিলেন। 

প্রাপ্ত তথ্য় অনুযায়ী কিউবার যত জন সৈনিক মারা গিয়েছেন, তাঁদের মধ্যে অধিকাংশই মাদুরোকে নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন থাকতেন। ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পদরিনো লোপেজ জানিয়েছিলেন, মাদুরোর নিরাপত্তারক্ষীদের কেউই আর বেঁচে নেই। তাঁরা প্রাণ হারিয়েছেন। 

গত শনিবার রাতে ভেনেজুয়েলায় হামলা চালায় আমেরিকা। মাদক পাচারের অভিযোগে মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে ট্রাম্পের সেনা। তাঁদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানেই রয়েছেন তাঁরা। 

এই ঘটনার পর ট্রাম্প সর্বসমক্ষেই জানান, তাঁর লক্ষ্য ভেনেজুয়েলার তেলের খনি হাতানো। সেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত করবেন তিনি। এমনকী মাদুরোর তদানীন্তন ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। আমেরিকা দাবি করে, ডেলসি আমেরিকাকে সাহায্য করবে। 

Read more!
Advertisement
Advertisement