Advertisement

Donald Trump Nobel: শান্তির নোবেল পেলেন ট্রাম্প, নিজের পুরস্কার তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী

অবশেষে নোবেল পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হাতে নিজের নোবেল তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। যদিও মার্কিন প্রেসিডেন্ট সেই পুরস্কার গ্রহণ করেছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি মাচাদো।

ট্রাম্পের হাতে নোবেলট্রাম্পের হাতে নোবেল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 7:50 AM IST
  • অবশেষে নোবেল পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • তাঁর হাতে নিজের নোবেল তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো
  • মার্কিন প্রেসিডেন্ট সেই পুরস্কার গ্রহণ করেছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি মাচাদো

অবশেষে নোবেল পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হাতে নিজের নোবেল তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বর্তমানে নোবেল হাতে ট্রাম্পের ছবি সামনে এসেছে।

কার্যত ভেনেজুয়েলার দখল নিয়েছেন ট্রাম্প। সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছেন আমেরিকায়। মার্কিন দেশেই তাঁর বিচার চলছে। আর এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। বৃহস্পতিবার লাঞ্চ মিটিংয়ের জন্য হোয়াইট হাউজে যান মাচাদো। আর সেই বৈঠক থেকে বেরিয়েই তিনি জানিয়ে দেন যে নিজের শান্তির নোবেল তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। যদিও মার্কিন প্রেসিডেন্ট সেই পুরস্কার গ্রহণ করেছেন কি না, তা নিয়ে মুখ খোলেননি মাচাদো।

কেন এই মিটিং?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনার পর এখন সেখানে আমেরিকার কর্তৃত্ব চলছে। বর্তমানে প্রশ্ন হল, আগামিদিনে ঠিক কোন দিকে যাবে ভেনেজুয়ালা? কার হাতে উঠবে শাসনভার? আর এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মাচাদো।  

এক ঘণ্টার বৈঠক হয়
বৃহস্পতিবার দুপুরে এক ঘণ্টার বৈঠক হয় মাচাদো এবং ট্রাম্পের মধ্যে। আর সেখানে ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই কথা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

এ দিন হোয়াইট হাউজে বৈঠকের পর নিজের সমর্থকদের উদ্দেশ্যে মাচাদো বলেন, 'এখন আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা রাখতে হবে।' পাশাপাশি তিনি ট্রাম্পকে ধন্যবাদও জানান।

ট্রাম্প গ্রহণ করেছেন নোবেল? 
এই মুহূর্তে পৃথিবীর সবথেকে বড় প্রশ্ন হল, ট্রাম্প কি মাচাদোর থেকে নোবেল গ্রহণ করেছেন? যদিও এই উত্তরটা এখনও খোলসা হয়নি। মাচাদোর তরফ থেকে এখনও কিছুই জানান হয়নি। এমনকী মুখ খোলেনি হোয়াইট হাইজও। 

যদিও ইতিমধ্যেই নোবেল কমিটি জানিয়ে দিয়েছে যে এই পুরস্কার কাউকে 'ট্রান্সফার' করা সম্ভব নয়। 

ট্রাম্পও দিয়েছেন গিফট
হোয়াইট হাউজ থেকে বেরনোর সময় হাতে গিফটের ব্যাগ দেখা যায় মাচাদোর। সেই ব্যাগে লেখা ছিল ট্রাম্পের নাম। নিজের পার্সেল সঙ্গে এই ব্যাগটি ধরেছিলেন মাচাদো। এই লাল রঙের ব্যাগের উপর ছিল প্রেসিডেন্টের সই। যদিও ব্যাগের মধ্যে কী ছিল, সেটা সম্পর্কে এখনও খবর নেই। 

Advertisement

মাথায় রাখতে হবে, বহুদিন পর ওয়াশিংটনে দেখা দিলেন মাচাদো। নিরাপত্তাহীনতার জন্য তাঁকে অনেকটা সময় ভেনেজুয়েলা থেকে দূরে থাকতে হয়ছিল। তবে সেই দিন এখন অতীত। এখন দেখার প্রেসিডেন্ট ট্রাম্প মাচাদোর কতটা পাশে দাঁড়ান।

 

 

Read more!
Advertisement
Advertisement