ইজরায়েলের মরুভূমিতে মিলল ১২০০ বছর আগের পুরনো সম্পত্তি। মরুভূমির দক্ষিণ অংশে এই ভগ্নস্তূপ আবিষ্কার হয়েছে। যা নেগেভ এলাকার ধনী মানুষদের তখনকার জীবনযাত্রা সম্পর্কে ধারণা দেয়।যার নির্মাণ দেখে পুরাতত্ত্ববিদরা অবাক। ইজরায়েলের অ্যান্টিকুইটি অথরিটির তরফে জানানো হয়েছে যে বেডোইন শহরে করা খননে পাওয়া স্থাপত্য খ্রীষ্টিয় নবম-দশম শতাব্দীর ইসলামিক সময়ের বলে জানা গিয়েছে।