ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ আর নেই। গতকাল ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানির মৃত্যুর পর রাজা হলেন তাঁর বড় ছেলে প্রিন্স চার্লস। রানির মৃত্যুতে গোটা বিশ্বে শোকের ছায়া। ব্রিটেনের পতাকা অর্ধনমিত করা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসেও পতাকা অর্ধনমিত রাখা হয়েছে প্রয়াত রানিকে শ্রদ্ধা জানাতে।