সমুদ্রের উপর দিয়ে হাইস্পিড ট্রেন পরিষেবা চালু হল। ঘণ্টায় গতিবেগ 350 কিলোমিটার। জানা গিয়েছে বিশ্বের মধ্যে এটাই প্রথম সমুদ্রের উপর দিয়ে ট্রেন পরিষেবা। প্রতিবেশী দেশ চিনে এই পরিষেবা চালু হয়েছে। সম্প্রতি দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল বরাবর 277 কিলোমিটার (172 মাইল) দীর্ঘ হাই-স্পিড রেল লাইন স্থাপন করেছে। শুধু তাই নয়, ওই রেল লাইন চিনের একাধিক গুরুত্বপূর্ণ শহরকে জুড়েছে। যার মধ্যে রয়েছে ফুজিয়ান প্রদেশের ঝাংঝো, জিয়ামেন এবং ফুঝো-র মতো শহরগুলি।