আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump Pakistan Visit এ যেতে পারেন বলে সম্প্রতি জল্পনা তৈরি হয়। এই নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমেও আলোচনা হয়। তবে এবার সেই বিষয়ে আসল তথ্য জানা গেল। ট্রাম্পরে সম্ভাব্য সফর সম্পর্কে পাকিস্তানি মিডিয়ার দাবি খারিজ করে দিয়েছে White House।