যাঁরা ঝামেলা করবে, তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। আর কেউ যদি এনিয়ে বেশিকিছু করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেখা করতে দেওয়ার আর্জি করেছিল, আমরা করতে দিয়েছি। এখন সাক্ষাৎ করা পুরো বন্ধ। ইমরান খানের সঙ্গে জেলে দেখা করতে না দেওয়া নিয়ে কড়া হুঁশিয়ারী পাক মন্ত্রীর। তিনি বলছেন Imran Khan র সঙ্গে সাক্ষাৎ করা পুরো বন্ধ। এক ঝলকে শুনুন পাকমন্ত্রীর সেই মন্তব্য।