একটি আস্ত শহর। যার পরতে পরতে রহস্য। শহরটি ৩ হাজার ৪০০ বছর প্রাচীন। আর সেই শহরের হদিশ মিলেছে নদীর নিচে। সেই শহর কেমন ছিল? কেমন ছিল সেখানে বসবাসকারী মানুষের জীবন-যাপন? এই সব এখন গবেষণা করছেন প্রত্নতত্ত্ববিদরা। সেই শহর থেকে মিলছে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ, বাড়ি, বিভিন্ন কাঠামো ইত্যাদি।