পাকিস্তানে পেশোয়ারে আধা সামরিক বাহিনী ‘ফেডেরাল কনস্ট্যাবুলারি’-র সদর দফতরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ। অন্তত তিন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দফতরে হামলা চালায় দুই হামলাকারী। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা। বিস্ফোরণের জেরে অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাক পুলিশের এক কর্তা নাম প্রকাশ না-করার শর্তে রয়টার্সকে বলেছেন, প্রথম আত্মঘাতী বোমাটি আধা সামরিক বাহিনীর মূল ফটকে প্রথম বিস্ফোরণ ঘটে। অপর জন সেই সুযোগে দফতরের ভিতর ঢুকে পড়ে।