রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের আজ সপ্তম দিন। বেলারুশ সীমান্তে আজ আবারও আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে, রাশিয়া যেন যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার আগে ইউক্রেনের শহরগুলোতে হামলা বন্ধ করে। একইসঙ্গে গত রাতে কিয়েভে ভয়াবহ বোমাবর্ষণ করেছে রুশ সেনা। কিয়েভে সারা রাত ধরে বিমান হামলার সাইরেন বাজতে থাকে। এ সময় চিৎকারের শব্দও আসতে থাকে। এমনই একটি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও সামনে এসেছে।