Palestine কে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পশ্চিমী দেশগুলি। আর তাতেই ক্ষেপে লাল Netanyahu। এরপরই তিনি পশ্চিমী দেশগুলিকে থ্রেট দিয়েছেন। হুমকি দিয়ে বলেছেন এইভাবে তাঁরা Israel কে আটকাতে পারবে না। তাঁর এই হুঁশিয়ারী ঘিরে রহস্য দানা বেঁধেছে। তাহলে কি ফের কোনও দেশকে টার্গেট করে আক্রমণ চালাবে Modi র বন্ধু নেতানিয়াহু? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।