scorecardresearch
 

Afran Nisho: কলকাতায় মুক্তি পাচ্ছে আফরানের 'সুড়ঙ্গ', বাংলদেশি সিনেমা ঘিরে উদ্দীপনা

Afran Nisho: ওপার বাংলার সঙ্গে এপার বাংলার যোগ কিন্তু নিবিড়। দুই বাংলার সংস্কৃতি একে-অপরের সঙ্গে বরাবরই যুক্ত। বাংলাদেশের সিনেমা হাওয়া এ বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার আরও এক বাংলাদেশী ছবি মুক্তি পেতে চলেছে বাংলাতে।

Advertisement
সুড়ঙ্গ মুক্তি পাবে কলকাতায় সুড়ঙ্গ মুক্তি পাবে কলকাতায়
হাইলাইটস
  • ওপার বাংলার সঙ্গে এপার বাংলার যোগ কিন্তু নিবিড়।
  • দুই বাংলার সংস্কৃতি একে-অপরের সঙ্গে বরাবরই যুক্ত। বাংলাদেশের সিনেমা হাওয়া এ বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার আরও এক বাংলাদেশী ছবি মুক্তি পেতে চলেছে বাংলাতে।

ওপার বাংলার সঙ্গে এপার বাংলার যোগ কিন্তু নিবিড়। দুই বাংলার সংস্কৃতি একে-অপরের সঙ্গে বরাবরই যুক্ত। বাংলাদেশের সিনেমা হাওয়া এ বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার আরও এক বাংলাদেশী ছবি মুক্তি পেতে চলেছে বাংলাতে। ইদে মুক্তি পেয়েছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম ছবি সুড়ঙ্গ। এবার তাঁর এই ছবি পশ্চিমবঙ্গেও মুক্তি পাবে বলে জানা গিয়েছে। 

আফরান নিশো বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যেও যথেষ্ট পরিচিত এক মুখ। তাঁর জনপ্রিয়তা মূলত নাটকের কারণে। তবে, পশ্চিমবঙ্গে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পায় কাইজ়ার’ সিরিজের পর থেকে। এ বার রায়হান কাফী পরিচালিত সুড়ঙ্গ ছবি দিয়েই আফরান বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। আর সেই ছবি মুক্তি পাবে এ রাজ্যে। মুক্তির পর থেকে দর্শক মহলে সাড়া পেয়েছে ছবিটি। সবে পাঁচ দিন হয়েছে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। এর মধ্যেই সে দেশে হলের সংখ্যা বাড়ানো হল নিশোর ছবির। চলছে অগ্রিম বুকিং। হল মালিকদের অনুযায়ী, ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে এই ছবি। এমন উন্মাদনা কোনও ছবিকে ঘিরে বাংলাদেশে বিরল, জানাচ্ছেন ছবির অন্যতম প্রযোজক শাহরিয়ার শাকিল।

বাংলাদেশে অভূতপূর্ব সাড়া পাওয়ার পর কলকাতাতেও মুক্তি পাবে সুড়ঙ্গ। প্রসঙ্গত, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে হাওয়া ছবিটি দেখানো হয়। এই ছবি ঘিরে শহরবাসীর উন্মাদনা ছিল তুঙ্গে। এমনকী টলিউড তারকাদের মধ্যেও এই ছবিটি যথেষ্ট প্রশংসিত হয়। 

আরও পড়ুন

বাংলাদেশের এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী ২২ জুলাই কলকাতায় মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই শহরে হাওয়া সিনেমা সফলতা দেখে নয়, সুড়ঙ্গ ছবির নিজস্ব একটি গল্প রয়েছে, যা শহরবাসীর ভাল লাগবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া। প্রযোজকের কথায়, সুড়ঙ্গ ছবির গল্পে একটা মনোস্তাত্বিক দিক রয়েছে, যা বাংলার মানুষ দেখতে চায়। 

Advertisement

কিন্তু বাংলাদেশের ছবি এ দেশে মুক্তি পেতে গেলে বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। যেমন দিন কয়েক আগে ‘পাঠান’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। সে ক্ষেত্রে সাফটা চুক্তির মাধ্যমে ছবিটি নিয়ে যাওয়া হয়। বিনিময়ে বাংলাদেশের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায় ভারতে। তা হলে কি ‘সুড়ঙ্গ’র ক্ষেত্রেও তেমন কিছু হতে চলেছে? শাহরিয়া এ ক্ষেত্রে জানান যে এটা কোনও ছবির বিনিময়ে দেখানো হচ্ছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ভারত থেকে কোনও ছবি এ দেশে এনে দেখাতে হলে বিনিময়ে এ দেশের একটি ছবি সেখানে মুক্তি দিতে হবে।যেহেতু এসভিএফ ভারতের একটি কোম্পানি, তারা এ দেশ থেকে ছবিটি নিয়ে যাচ্ছে। তাই বিনিময়ের প্রয়োজন নেই। তবে প্রযোজক এও জানিয়েছেন যে ২২ জুলাই তারিখটি প্রাথমিকভাবে ঠিক করা হলেও ছাড়পত্র না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে তারিখ ঘোষণা করতে পারছেন না তাঁরা। 


 

Advertisement