scorecardresearch
 

Cricketer Shakib Al Hasan: ভোটের ময়দানে কেমন খেলছেন শাকিব? হাসিনা বলেছেন ছক্কা মারতে

যত দিন এগিয়ে আসছে ততই নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে। এবার বাংলাদেশে যত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম নাম শাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ক্রিকেটার শাকিব আল হাসান তার রাজনৈতিক ইনিংস শুরু করেছেন, এবারের নির্হাচনে নিজের শহর মাগুরা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব। ক্ষমতাসীন আওয়ামি লিগের হয়েই ময়দানে নেমেছেন তিনি।

Advertisement
 ভোট প্রচারে কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন সাকিব? ভোট প্রচারে কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন সাকিব?

যত দিন এগিয়ে আসছে ততই নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে প্রতিবেশী বাংলাদেশে। এবার বাংলাদেশে যত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম নাম  শাকিব আল হাসান।  বাংলাদেশের তারকা অলরাউন্ডার ক্রিকেটার  শাকিব আল হাসান তার রাজনৈতিক ইনিংস শুরু করেছেন, এবারের নির্হাচনে  নিজের শহর মাগুরা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সাকিব। ক্ষমতাসীন আওয়ামি লিগের হয়েই ময়দানে নেমেছেন তিনি। শীতকে উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে মাগুরা-১ আসনে আওয়ামী লিগ মনোনীত প্রার্থী বাংলাদেশ  ক্রিকেট দলের অধিনায়ক  শাকিব আল হাসান বলেছেন, শীত যতই পড়ুক, ৭ জানুয়ারি আপনাদের ভোট দিতেই হবে।

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন। বাংলাদেশের বিরোধী দলগুলি নির্বাচনী নির্ঘণ্ট প্রত্যাহারের দাবি জানালেও তাতে সায় দেয়নি নির্বাচন কমিশন। আর ভোটের দিন এগিয়ে আসতেই জোর কদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগ। এবার আওয়ামী লিগের অন্যতম তারকা প্রার্থী হয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক। প্রথমবার রাজনীতির ময়দানে নেমে ভালই ব্যাট করছেন  শাকিব>  সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলে মাগুরাকে স্মার্ট এবং বিশ্বমানের করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন  শাকিব আল হাসান। পাশাপাশি মাগুরার সার্বিক উন্নয়নের সঙ্গেই সেখানে শিল্পস্থাপন করে বেকার সমস্যা মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক। এলাকার যুবকরা কী চাইছেন, তাদের কি চিন্তাভাবনা তা জানতে তরুণ প্রজন্মর সঙ্গে কথাও বলেন মাগুরা-১ আসনের আওয়ামী লিগের প্রার্থী। সেখানেই তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলেন।

 

কী কী প্রতিশ্রুতি দিচ্ছেন শাকিব?
জেলার বেকার সমস্যা সমাধানে অন্ততপক্ষে ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট একাডেমি গড়ে তোলা, ফ্রি ওয়াই–ফাই জোন তৈরি, কৃষি খাতের আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন–পরিকল্পনার কথা জানিয়েছেন মাগুরা–১ আসনের আওয়ামী লিগের প্রার্থী।

Advertisement

 শাকিবের প্রচারে হাসিনা
 শাকিবের প্রচারে ময়দানে নেমেছেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।  ফরিদপুরের জনসভার সময় আওয়ামী লিগ সভাপতি বলেন, আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও। সাকিব বিষয়ে হাসিনা আরও বলেন, সে (সাকিব) বলেছে ভাষণ দিতে পারে না। আমি বলবো তোমাকে কোনো ভাষণ দিতে হবে না। শুধু বলবে তুমি ব্যাট হাতে ছক্কা মারতে পারো, আর বল হাতে উইকেট ফেলে দেবে। এতেই হবে। প্রচার অভিযানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৌড়ে গিয়ে প্রণাম করতেও দেখা যায়  সাকিবকে।

 

প্রচারে বেরিয়েই বিপাকে শাকিব
তবে ক্রিকেট ময়দানের মতোই প্রচারে বেরিয়েই বিপাকেও পড়েছিলেন বাংলাদেশি ক্রিকেট অধিনায়ক। আদর্শ আচরণ বিধি ভাঙার অভিযোগে তাঁকে শোকজ করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় নির্বাচনের আচরণবিধি অনুসারী কোনও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ট্রাক, বাস, বাইক বা কোন গাড়ি নিয়ে প্রচারে বের হতে পারবেন না। আর  হুড খোলা গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে দেখা গিয়েছিল সাকিবকে। তবে সেই পর্ব মিটিয়ে এখন চুটিয়ে নিজের হয়ে ভোট প্রচার করছেন সাকিব। ক্রিকেটার সাকিব বলছেন, কাজ ফেলে শীতকে উপেক্ষা করে আপনরা সমাবেশে এসেছেন। আশা করছি পুরো মাগুরাবাসী একজোট হয়ে নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি অতুলনীয়। এই অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে গেলে নৌকা মার্কার বিকল্প নেই।

Advertisement