scorecardresearch
 

US on Bangladesh: হঠাত্‍ বাংলাদেশ 'গড়তে' তত্‍পর আমেরিকা, ইউনূসকে পূর্ণ সমর্থন, কেন?

Bangladesh: গত ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তার দিন তিনেক আগে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আপাতত অন্তর্বর্তী সরকার থাকলেও বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন ইউনূস।

Advertisement
মহম্মদ ইউনূস ও জো বাইডেন মহম্মদ ইউনূস ও জো বাইডেন
হাইলাইটস
  • আমেরিকার পূর্ণ সমর্থন পেয়ে গেল বাংলাদেশ
  • ছাত্র আন্দোলনের প্রশংসায় বাইডেন
  • বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন পেয়ে গেল বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad Yunus) দেখা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। তারপরেই বাংলাদেশ সরকারের তরফে জানিয়ে দেওয়া হল, আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে।

আমেরিকার পূর্ণ সমর্থন পেয়ে গেল বাংলাদেশ

মঙ্গলবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইউনূস। সেই বৈঠকেই আমেরিকার সহযোগিতা চান ইউনূস। বাইডেনকে জানান, কীভাবে ছাত্ররা হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। ছাত্রদের আন্দোলনের প্রশংসা করেন বাইডেন। একই সঙ্গে বাংলাদেশের পুনর্গঠনে আমেরিকা সব রকমের সাহায্য করবে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

ছাত্র আন্দোলনের প্রশংসায় বাইডেন

বাইডেনের কথায়, 'ছাত্ররা যদি দেশের জন্য নিজেদের জীবনও দিয়ে দিতে পারেন, তাহলে তাঁরা দেশ গড়তেও পারেন। ছাত্রদের আরও দায়িত্বশীল হয়ে এবার এগোতে হবে।'রাষ্ট্রসঙ্ঘে ইউনূস অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও আলাদা করে দেখা করেন। বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও দেখা করেন তিনি। 

বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হচ্ছে

গত ৮ অগাস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তার দিন তিনেক আগে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আপাতত অন্তর্বর্তী সরকার থাকলেও বাংলাদেশে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন হবে বলে জানিয়েছেন ইউনূস। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পিছনে আমেরিকার হাত রয়েছে বলে ইঙ্গিত মিলেছিল খোদ শেখ হাসিনার কথায়। যদিও হোয়াইট হাউসের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়। 

গত ১৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা গিয়েছিলেন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত করে তোলার আশ্বাস দিয়েছেন তাঁরা। 

Advertisement

Advertisement