scorecardresearch
 

Pori Moni: হাসপাতালে পরিমণি, আবার কী হল বাংলাদেশী নায়িকার?

Pori Moni: বাংলাদেশী অভিনেতা-অভিনেত্রীরা কোটা আন্দোলনের পাশে দাঁড়ালেও এই মুহূর্তে তাঁরা সকলেই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেটাই চান। আর এরই মাঝে হাসপাতালে দেখা গেল পরীমণিকে।

Advertisement
অসুস্থ পরীমণি অসুস্থ পরীমণি
হাইলাইটস
  • এরই মাঝে হাসপাতালে দেখা গেল পরীমণিকে।

ভাল নেই বাংলাদেশ। সোমবার শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে অরাজকতার দৃশ্য চোখে পড়ল। সাম্প্রদায়িক হিংসা শুরু হয়ে গিয়েছে গোটা দেশজুড়ে। কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলন শেষ পর্যন্ত যে এমন চেহারা নেবে তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। বাংলাদেশী অভিনেতা-অভিনেত্রীরা কোটা আন্দোলনের পাশে দাঁড়ালেও এই মুহূর্তে তাঁরা সকলেই বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেটাই চান। আর এরই মাঝে হাসপাতালে দেখা গেল পরীমণিকে। 

অভিনেত্রী বুধবার সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে প্রজাপতি দেওয়া টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। চুল উঁচু করে বাঁধা, চোখে চশমা ও মুখে মাস্ক লাগানো। নিজের সেলফি পোস্ট করে পরীমণি ক্যাপশনে লেখেন, পৃথিবীর কতো কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেলো আমার এই ভার্টিগো আর হসপিটাল। আর এই পোস্ট থেকেই বোঝা গেল যে পরীর ভার্টিগোর সমস্যা রয়েছে। তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন চিকিৎসা করাতে। আসলে এতদিন ধরে বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে এই সবকিছু দেখার পরও তাঁর হয়তো ভার্টিগোর সমস্যা বেড়ে যায়। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pori Moni (@pori.moni.902)

এই অশান্ত বাংলাদেশে পরী আছেন কেমন? এক সংবাদমাধ্যমকে পরী জানিয়েছেন তিনি দমবন্ধ অবস্থায় রয়েছেন নিজের বাড়িতে। দুই সন্তানকে নিয়ে বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। বারান্দাতেও তিনি বেরোতে পারছেন না। তবে এর আগেও পরী তাঁর ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে পোস্ট করেছিলেন। সেখানে বাংলাদেশী অভিনেত্রী লেখেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দ্বায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না। প্রসঙ্গত, গদিচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়েছেন মুজিবকন্যা শেখ হাসিনা। আপাতত দিল্লির সেফ হাউসে রয়েছেন তিনি। কথা ছিল এখান থেকে ব্রিটেনে উড়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এখানেই বিপত্তি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisement

পরী সোমবার তাঁর ফেসবুকে তিনবছর আগের ৫ অগাস্টের কথা স্মরণ করেন। যেদিন তাঁকে মাদক মামলায় জেলেবন্দি করা হয়েছিল। সেই পুরনো কথা স্মরণ করে পরী লিখেছিলেন যে প্রকৃতি হিসেব রাখে মা। পরীমণি ছাড়াও বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন বাঁধন, তসলিমা নাসরিন, স্বস্তিকা মুখোপাধ্যায়, জিৎ সহ টলিউডের একাধিক তারকারাও। অনেকে যেমন হাসিনা সরকারের পতনকে সমর্থন করেছেন তেমনি অনেকেই বাংলাদেশের এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।     

আরও পড়ুন

TAGS:
Advertisement