scorecardresearch
 

Chanchal-Shaon New Song:‘ঢাকা শহর আইসা আমার...', ৪৫ বছর আগের নস্টালজিয়া ফেরালেন চঞ্চল-শাওন

খালি ওপার বাংলা নয়, এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয় চঞ্চল চৌধুরী। তার অভিনয় দেখার জন্য মুগ্ধ হয়ে অপেক্ষা করেন গঙ্গার এপারের বাঙালিরাও। অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানেও বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী। অন্যদিকে ঢাকাই অভিনেত্রী মেহের আফরোজ শাওনও গান দিয়ে মন জয় করেছেন অনেকের। এবার তারা নতুন একটি গান নিয়ে হাজির হলেন ইদে।

Advertisement
চঞ্চল ও শাওনের নতুন গান চঞ্চল ও শাওনের নতুন গান

খালি ওপার বাংলা নয়, এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয় চঞ্চল চৌধুরী। তার অভিনয় দেখার জন্য মুগ্ধ হয়ে অপেক্ষা করেন গঙ্গার এপারের বাঙালিরাও। অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করলেও গানেও বেশ পারদর্শী চঞ্চল চৌধুরী।  অন্যদিকে ঢাকাই অভিনেত্রী মেহের আফরোজ শাওনও গান দিয়ে মন জয় করেছেন অনেকের। এবার তারা নতুন একটি গান নিয়ে হাজির হলেন ইদে।

 আইপিডিসি আমাদের গান অনুষ্ঠানে চঞ্চল-শাওনের গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল বছর কয়েক আগে। এবার ইদেও একই প্ল্যাটফর্মে দ্বৈত গান নিয়ে এসেছেন চঞ্চল ও শাওন। ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন। বাংলাদেশের প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে পরিচালনা করেছেন ইমন সাহা।

 

জানা গেছে, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ঢালিউডের ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেওয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’ গানটি ইদের রাতে প্রকাশ করা হয়েছে।

 

 প্রসঙ্গত, 'হাওয়া' ছবিটি মুক্তির পরই দুই বাংলায় অভিনেতা চঞ্চল চৌধুরীর জনুপ্রিয়তা বেড়েছে। এখন দুই বাংলাতেই জমিয়ে কাজ করছেন অভিনেতা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'পদাতিক' ছবিতেও দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। ‘ঢাকা শহর আইসা আমার’ গানটি নতুন করে গাওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেছেন, ‘এই গান শুধু গাওয়ারই বিষয় ছিল না, ছিল অভিনয়, ছিল অভিব্যক্তির বিষয়। আগের দিনের আবেগ অনুভূতি পাবেন শ্রোতারা। আগের প্রজন্মের সঙ্গে বর্তমানের প্রজন্মের যোগসূত্র তৈরির চেষ্টা করেছি। শাওনের সঙ্গে গানে আমার একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। এই গানেও নতুন করে কেমিস্ট্রির ফলটা পাবেন।’ আইপিডিসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

Advertisement

Advertisement