scorecardresearch
 

Bangladesh: রাজশাহীতে জ্বালানো হল জয়পুরের বিছানার চাদর, এবারও সেই BNP-র রিজভি

আজ অর্থাত্‍ মঙ্গলবার বাংলাদেশে রাজশাহীতে 'দেশে উত্‍পাদিত পণ্য কেনার লাভ' শীর্ষক একটি সভার আয়োজন করে খালেদা জিয়ার দল বিএনপি। সেই সভাতেই বিএনপি-র মহাসচিব রিজভি-ও ছিলেন।

Advertisement
রুহুল কবীর রিজভি রুহুল কবীর রিজভি
হাইলাইটস
  • জ্বালিয়ে দিলেন জয়পুর টেক্সটাইলের বিছানার চাদর
  • 'বাংলাদেশের ২৭ লাখ টন পেঁয়াজের চাহিদা'
  • ভারত বিরোধিতার জিগির

এর আগে ভারতের শাড়ি পুড়িয়েছিলেন। এবার আগুন ধরিয়ে দিলেন ভারতে তৈরি বিছানার চাদরেও। এবারও বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। সাংবাদিক সম্মেলনে জয়পুর টেক্সটইলের বিছানার চাদরে আগুন জ্বালিয়ে রিজভির ঘোষণা, সবাই ভারতীয় পণ্য বর্জন করুক বাংলাদেশে।

জ্বালিয়ে দিলেন জয়পুর টেক্সটাইলের বিছানার চাদর

আজ অর্থাত্‍ মঙ্গলবার বাংলাদেশে রাজশাহীতে 'দেশে উত্‍পাদিত পণ্য কেনার লাভ' শীর্ষক একটি সভার আয়োজন করে খালেদা জিয়ার দল বিএনপি। সেই সভাতেই বিএনপি-র মহাসচিব রিজভি-ও ছিলেন। গত সপ্তাহেই এই রিজভি-ই ভারতে তৈরি শাড়ি পুড়িয়ে ভারত বিরোধিতা করেছিলেন। এদিন আগুন জ্বালিয়ে দিলেন জয়পুর টেক্সটাইলের বিছানার চাদরে। পরে রুহুল কবির রিজভী ঘোষণা দেন, এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন। স্বল্প মূল্যে এগুলো বিক্রি করা হবে। এরপর সেসব কাপড় বিক্রি করা হয়। সেখানে ২০০ টাকায় শাড়ি ও ১০০ টাকায় লুঙ্গি বিক্রি করা হয়।

আরও পড়ুন

'বাংলাদেশের ২৭ লাখ টন পেঁয়াজের চাহিদা'

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশের ২৭ লাখ টন পেঁয়াজের চাহিদা। উৎপাদন করি ৩৭ লাখ টন। নানা কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয় এবং ভারত থেকে কোটি কোটি টাকা দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়। আমাদের ব্যবস্থাপনা যদি ঠিক করা যায়, তাহলে কেউ পেঁয়াজ নেবে না। ওরা (ভারত) মনে করে, আমরা ওদের উপর নির্ভরশীল। আমাদের ওদের ছাড়া চলবে না। আরে দেখুন, কলকাতার নিউ মার্কেটে একাধিক দোকান বন্ধ।'

ভারত বিরোধিতার জিগির

বিএনপি-র যুগ্ম মহাসচিবের ভারত বিরোধিতা নতুন নয়। বাংলাদেশে যখন সরকার পতন হয়নি, তখনও ভারত বিরোধিতার জিগির তুলতে দেখা গিয়েছে এই রিজভিকে। 

Advertisement

Advertisement