তাঁদের সম্পর্ক এখন আর নেই। অতীতে সম্পর্কের কাটাছেঁড়ায় রীতিমতো বিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব ও বুবলী। তাঁদের মধ্যে দাম্পত্য সম্পর্ক এখন আর না থাকলেও প্রাক্তন স্বামীর বিপদের পাশে ঢাল হয়েই দাঁড়ালেন তিনি। বর্তমানে শাকিব খান ধর্ষণের অভিযোগে জর্জরিত। গত সপ্তাহেই বাংলাদেশের এই সুপারস্টারের বিরুদ্ধে এক নারী প্রযোজককে ধর্ষণ করার অভিযোগ এনেছেন রহমত উল্লাহ নামের এক ব্যক্তি। সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে ওপার বাংলায়। এবার শাকিবের পাশে এসে দাঁড়ালেন তাঁর প্রাক্তন স্ত্রী বুবলি।
বুবলি তাঁর ফেসবুক পোস্টে গিয়ে লেখেন, শাকিব সব সময়ের রাজা’। বুবলীর বিশ্বাস, শাকিবকে অহেতুক ফাঁসানো হচ্ছে এই সব ঝামেলার মধ্যে। শাকিবের পাশে দাঁড়িয়ে ববুলী প্রশ্ন করেছেন, ‘মধ্যরাতে তার হোটেল রুমে নারী সংক্রান্ত ইস্যু নিয়ে বলা হচ্ছে, মধ্যরাতে তার হোটেল কক্ষে নারী কী করছিলেন? কী তাঁর বা তাঁদের উদ্দেশ্য ছিল? এত বছর কেন ওসব ঘটনা নিয়ে সেই নারী প্রকাশ্যে কথা বললেন না! এখন কেন এই প্রডিউসার দাবি করা ব্যক্তি অস্থির হয়ে গেলেন’।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে জর্জরিত শাকিব, প্রাক্তনের পাশে দাঁড়ালেন অপু
বুবলীর কথায়,'শাকিব খান একজন অভিনয়শিল্পী যে কি না প্রায় ২৪ বছর এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন। অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন, সিনেমা নিয়ে ভেবেছেন। হঠাৎ করে বিভিন্ন ধরনের ইস্যু এনে তাকে নিয়ে নানান বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।' অভিনেত্রী আরও বলেন, শাকিব যদি শ্যুটিং চলাকালীন এতই সমস্যা তৈরি করে থাকেন, তাহলে তখনই কেন তাঁকে বাদ দেওয়া হয়নি ছবি থেকে। পাশাপাশি বুবলীর যুক্তি, শাকিব খান পরবর্তীতে ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে আরও একটি ছবির শ্যুটিং শেষ করেছেন। যদি তিনি দোষী হন, তাহলে অস্ট্রেলিয়ান পুলিশ কীভাবে এবং কেন তাঁকে শ্যুটিং-এর অনুমতি দেবে?
আরও পড়ুন: 'আজও মার খাচ্ছি', কবীর সুমন বিতর্কের মধ্যেই 'অভিযোগ' তসলিমার
জানা গিয়েছে, অপারেশন অগ্নিপথ সিনেমার শ্য়ুটিংয়ের সময়ই অস্ট্রেলিয়াতে ওই সহ-প্রযোজককে ধর্ষণ করেছিলেন শাকিব। এমনকী অভিনেতার বিরুদ্ধে উঠেছে শ্যুটিংয়ের শেডিউল ছেড়ে আসার অভিযোগ, তাঁর যৌন চাহিদা মেটাতে প্রযোজকদের ঘাড়ে চেপেছে লম্বা টাকার বিল, সেই অভিযোগও করেছেন রহমত উল্লাহ। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ শুনে প্রথমদিকে চুপ থাকলেও পরে তিনি তাঁর মুখ খোলেন। গত শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব। রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি, তারকাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় তাঁরা। পরদিন শাকিব খান গোয়েন্দা পুলিশে অভিযোগ জমা দেন। সোমবার আদালতে হাজির হয়ে অভিযোগ জমা দেওয়ার কথা শোনা গেলেও দেখা মেলেনি তাঁর। ববুলীর বিশ্বাস কেউ শাকিবের বিরুদ্ধে চক্রান্ত করছেন।