বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে। বাংলাদেশে জাতীয় সংসদের সদ্যসমাপ্ত ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ বিপুল জয় পেয়েছে। শেখ হাসিনাকে এই জয়ের জন্য অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কপিল মুনির আশ্রম থেকে মমতা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমার অভিনন্দন থাকবে বাংলাদেশের জন্য। হাসিনাজির প্রতি। তাঁর পরিবারের প্রতি। তাঁর দলের প্রতি। এবং অন্যান্যদেরও বলব, আল্লা আপনাদের দোয়া করুন, ঈশ্বর আপনাদের আশির্বাদ করুক। অনেক ভালো থাকুন।'
উল্লেখ্য, রবিবারই ভোট অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশী দেশটিতে।বাংলাদেশে নির্বাচনের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ক্ষমতাসীন আওয়ামী লিগ। দেশের মোট আসনের দুই তৃতীয়াংশেই জয় পেয়েছে হাসিনার দল। টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লিগ।
রবিবার ২৯৯ আসনে ভোট হয়। এর মধ্যে ২২২টিতে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লিগের প্রার্থীরা। বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন আওয়ামী লিগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। একই সঙ্গে, এটি হবে প্রধানমন্ত্রী হিসেবে সামগ্রিক ভাবে তাঁর পঞ্চম মেয়াদ।
রবিবার গোড়া থেকেই বাংলাদেশে ভোটদানের হার ছিল চোখে পড়ার মতে কম। দেশের প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কটের ডাক দেওয়ায় কার্যত বিরোধীশূন্য অবস্থায় ভোটে জেতার পরিস্থিতিতে ছিলেন হাসিনা।
এদিকে, প্রথমবার প্রার্থী হয়েই জয় পেলেন অভিনেতা ফিরদৌস আহমেদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে জয় এনে দিয়েছেন ফিরদৌস। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাঁকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন।
পাশাপাশি, ক্রিকেট মাঠের পর এবার রাজনীতিতেও বড় বাউন্ডারি হাঁকালেন শাকিব আল হাসান। প্রথমবার রাজনীতিতে নেমেই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের দেখা পেয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সাকিব। মাগুরা-১ আসনের ১৫২ কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন তিনি।