scorecardresearch
 

বিএসএফ ও বিজিবির বৈঠক, চোরাচালান রুখতে নয়া পদক্ষেপ ?

সীমান্তে গরু পাচার, অস্ত্র-মাদক কারবার রুখতে যৌথ ভাবে প্রতিরোধ করবে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

Advertisement
দুইদেশের সীমান্ত বৈঠক। ছবি- ইন্ডিয়া টুডে/পিটিআই দুইদেশের সীমান্ত বৈঠক। ছবি- ইন্ডিয়া টুডে/পিটিআই
হাইলাইটস
  • বিএসএফ ও বিজিবির যৌথ বৈঠক
  • বাংলাদেশ হয় এই বৈঠক
  • যৌথ ভাবে সমস্যা সমাধানের আশ্বাস

সীমান্তে গরু পাচার, অস্ত্র-মাদক কারবার রুখতে যৌথ ভাবে প্রতিরোধ করবে বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর একটি বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাদেশের তামাবিল এলাকায় দুই দেশে আধা সামরিক বাহিনীর এই বৈঠকটি হয়। ভারতের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি, বিএসএফ মেঘালয়ান ফ্রন্টিয়ার, ইউ কে নায়াল-সহ বাকি অফিসারেরা। অন্যদিকে বাংলাদেশের তরফে এই বৈঠকে উপস্থিত ছিলেন লেফঃ কর্নেল আব্দুল কাদের মহঃ আসরাফ আলি মামুন। 

বৈঠকে কী উঠে এল

বৈঠকে ঠিক হয়, সীমান্তে বেড়ে চলা চোরাচালান রুখতে দুই দেশেই সদর্থক ভূমিকা নেবে। এবার থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই একসঙ্গে প্রতিরোধ করবে চোরাচালানে।  ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার, মাদক, অস্ত্র, জাল নোট-সহ বিভিন্ন কারবারের রমরমা বহুদিনের বলে অভিযোগ। সব সমস্যায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ ভাবে মোকাবিলা করবে বলে বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাতেও বাড়ছে অনুপ্রবেশ

এমনিতে আমাদের রাজ্যে বেশ কয়েকদিন আগে বীরভূম থেকে ৪ জন বাংলাদেশি দূষ্কৃতীদের গ্রেফতার করা হয়। কোনও এক রাজনৈতিক নেতাকে হত্যা করার ছক কষেছিল বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়াও আল কায়েদা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে ৬ যুবককে হেফাজতে নেয় এনআইএ।  অভিযোগ, সেইসময় আরও ২ যুবক পালিয়ে বাংলাদেশে চলে যায়। দুই দেশের সীমান্তে প্রতিনিয়ত বেড়ে চলা অনুপ্রবেশ নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সেইসঙ্গে মুর্শিদাবাদ ও মালদা থেকে গরু পাচার, জাল নোট ও মাদকের পাচার বেড়েছে বলে অভিযোগ। এমন অবস্থায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল

Advertisement