scorecardresearch
 

Sheikh Hasina Fishing: শেখ হাসিনার বড়শিতে গাঁথল মস্ত চিতল, VIRAL

তিনি দেশ চালান। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারীদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। তবে রাজকার্য পালনের মাঝেই ছিপ দিয়ে মাছ ধরতেও ভালবাসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাছ ধরার কয়েকটি ছবি আওয়ামী লিগের অফিসিয়াল পেজে ভাইরাল হয়েছে। সেখানে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে হাসিনাকে। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাও।

Advertisement
বোন রেহানাকে নিয়ে মাছ শিকারে হাসিনা বোন রেহানাকে নিয়ে মাছ শিকারে হাসিনা
হাইলাইটস
  • আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে মাছ শিকারের একাধিক ছবি শেয়ার করা হয়
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি
  • তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ

তিনি দেশ চালান। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান নারীদের তালিকাতেও রয়েছে তাঁর নাম। তবে রাজকার্য পালনের মাঝেই ছিপ দিয়ে মাছ ধরতেও ভালবাসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাছ ধরার কয়েকটি ছবি আওয়ামী লিগের অফিসিয়াল পেজে ভাইরাল হয়েছে। সেখানে বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে হাসিনাকে। সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানাও।

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে মাছ শিকারের একাধিক ছবি শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। মাছ হাতে দুই বোনের উচ্ছ্বাসও চোখে পড়ছে। 

 

 

আওয়ামী লীগের ফেসবুকে পেজে এই ছবি শেয়ার করে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনও একটা ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে।’‌

দেশ ও দলীয় কাজের শত ব্যস্ততার মাঝেও একটু সুযোগ পেলেই গণভবনের লেকে মাছ ধরতে বসে যান হাসিনা। এর আগেও হাসিনার মাছ ধরার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনকি সেলাই করতেও অতীতে দেখা গেছে হাসিনাকে। এর আগে একবার সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে তিনি নিজের চা নিজে করেই খান। ঘরে পরিচারক–পরিচারিকা থাকলেও জল দেওয়ার জন্য তিনি কাউকে নির্দেশ দেন না।

Advertisement

Advertisement