ইসকনকে আক্রমণ বাংলাদেশের মুসলিম সংগঠনের। মৌলবাদীদের সংখ্যালঘু এবং ইসকনের মতো সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, ঘৃণার প্রচার চালানোর অভিযোগ বাংলাদেশে। চরমপন্থীরা প্রকাশ্যে বাংলাদেশে ইসকন ও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে বলে অভিযোগ। গত শুক্রবার চট্টগ্রামের অন্দরকিল্লা জামে মসজিদের সামনে এক সমাবেশে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবিতে ‘ইসকন সদস্যদের হত্যার’ হুমকি দেয় একটি ইসলাম সংগঠন।
একই দাবি নিয়ে মাঠে নেমেছে মুসলিম সম্প্রদায়ের আরেকটি ধর্মীয় সংগঠন ‘ইসলামিক উলামা কাউন্সিল’। গত ১৩ নভেম্বর ইসকন নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে 'ইসলামী উলামা কাউন্সিল' আয়োজিত মানববন্ধন করে মৌলবাদীরা।
সেখানেই উস্কানিমূলক বক্তব্যে তারা বলেন, ইসকন কোনও ধর্মীয় সংগঠন নয়, আন্তর্জাতিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল। ইসকন ইতিমধ্যে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছে বলে এই সংগঠনগুলি তাদের বক্তৃতায় ইসকনকে 'সন্ত্রাসবাদী সংগঠন' বলে দাবি করে। ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে বলে দাবি করেছে এই ইসলাম গ্রুপ।
এর আগে বাংলাদেশের সংবিধানে 'ধর্মনিরপেক্ষ' শব্দ না রাখার পক্ষে সওয়াল করলেন সেদেশের অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, 'বাংলাদেশের ৯০% মুসলিম, সংবিধানে 'ধর্মনিরপেক্ষ' শব্দটি রাখার দরকার নেই।' গত বুধবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুলের শুনানিতে তিনি এ কথা বলেন।