scorecardresearch
 

Mamata Banerjee Lollypop Comment Row: 'আমরাও বসে থাকব না,' মমতার ললিপপ-মন্তব্য টেনে পাল্টা হুঁশিয়ারি BNP-র রিজভির

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ললিপপ' মন্তব্য নিয়ে এবার সরব হলেন বাংলাদেশে বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। এই নিয়ে মমতাকে রীতিমতো নিশানা করেছেন বাংলাদেশি নেতা। বলেছেন, 'ভারত যদি আগ্রাসন দেখায় এবং চট্টগ্রাম দখলের কথা ভাবে, তা হলে বাংলাদেশও বসে থাকবে না।'

Advertisement
ফাইল চিত্র। ফাইল চিত্র।
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ললিপপ' মন্তব্য নিয়ে এবার সরব হলেন বাংলাদেশে বিএনপি নেতা রাহুল কবীর রিজভি।
  • এই নিয়ে মমতাকে রীতিমতো নিশানা করেছেন বাংলাদেশি নেতা।
  • হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ললিপপ' মন্তব্য নিয়ে এবার সরব হলেন বাংলাদেশে বিএনপি নেতা রুহুল কবীর রিজভি। এই নিয়ে মমতাকে রীতিমতো নিশানা করেছেন বাংলাদেশি নেতা। বলেছেন, 'ভারত যদি আগ্রাসন দেখায় এবং চট্টগ্রাম দখলের কথা ভাবে, তা হলে বাংলাদেশও বসে থাকবে না।'


হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশ। ওপার বাংলায় হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। যা ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্কে শৈত্য বইছে। এমন আবহে সম্প্রতি রিজভির এক মন্তব্য ঘিরে বিতর্ক বাধে। বাংলা, বিহার, ওড়িশা দাবি করার কথা বলেন তিনি। 


সম্প্রতি বিধানসভার অধিবেশনে বাংলাদেশ ইস্যুতে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেউ কেউ বলছেন, বিহার দখল করবেন, ওড়িশা দখল করবেন...আমি বলি ভাই, ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কিন্তু এতটাও হিম্মত আপনার কেন, কারও নেই। যে বাংলা, বিহার, ওড়িশা সব নিয়ে নেবেন, আর আমরা বসে বসে ললিপপ খাব। এটা ভাববার কোনও কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক...।'

আরও পড়ুন


বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ অব্যাহত। শনিবার ঢাকায় ইসকনের মন্দিরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইসকন বাংলাদেশের তরফে জানানো হয়েছে, একজন ইসকন ভক্তের 'পারিবারিক মন্দিরে' হামলা চালানো হয়েছে। কলকাতা ইসকন জানিয়েছে, 'ইসকন নামহট্ট সেন্টার'-এ হামলার ঘটনা ঘটেছে। ঢাকার তুরাং থানার অন্তর্গত ধৌর গ্রামের ঘটনা। তুরাং থানার আধিকারিকরা জানিয়েছেন, অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানিয়েছেন, আগুন সঙ্গে সঙ্গে নেভানো হয়। তবে মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসকন কলকাতার প্রধান রাধারমণ দাস সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'বাংলাদেশে ইসকন নামহট্ট সেন্টারে আগুন লাগানো হয়েছে। লক্ষ্মী নারায়ণের মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।' এই নিয়ে এক্স হ্যান্ডলে সরব হয়েছেন তিনি। 

Advertisement

গত অগাস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে পতন হয়েছে হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েই দেশ ছেড়েছেন হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। হাসিনা সরকারের পতনের পর পরই ওপার বাংলায় নোবেল শান্তি পুরস্কারজয়ী ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনা বেড়েছে। সম্প্রতি হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই নতুন করে অশান্ত ওপার বাংলা।

Advertisement