scorecardresearch
 

Sheikh Hasina: 'শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি... এটা গুজব,' দাবি ছেলে সজীব ওয়াজেদ জয়ের

শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। এই সংক্রান্ত সমস্ত জল্পনাই গুজব মাত্র। এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। 

Advertisement
শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। এই সংক্রান্ত সমস্ত জল্পনাই গুজব মাত্র। এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। (ফাইল ছবি) শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। এই সংক্রান্ত সমস্ত জল্পনাই গুজব মাত্র। এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। (ফাইল ছবি)
হাইলাইটস
  • শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি।
  • এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। 
  • সজীব ওয়াজেদ বলেন, 'বাংলাদেশে এখন আইন-শৃঙ্খলা নেই, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা হচ্ছে।'

শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। এই সংক্রান্ত সমস্ত জল্পনাই গুজব মাত্র। এমনটাই জানালেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। 

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন, 'বাংলাদেশে এখন আইন-শৃঙ্খলা নেই, আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা হচ্ছে। এই অস্থিরতার পেছনে রয়েছে জামাত ও বিএনপি।' তিনি বলেন, 'বাংলাদেশ এখন আফগানিস্তানের পথে যেতে পারে।'

তিনি আরও, 'আমি গতকাল তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। আমার ফোন একটানা বেজেই চলেছে, তাই আমি তখন থেকে তাঁকে আর ফোন করার সুযোগ পাইনি। তিনি ভালো আছেন। তবে বাংলাদেশের জন্য অনেক কিছু করার পরও মানুষ তাঁর বিরুদ্ধে যাওয়ায় তিনি হতাশ।'

ব্যর্থ দেশ থেকে সফল দেশ গড়লেন!

সজীব ওয়াজেদ বলেন, 'তিনি বাংলাদেশকে একটি দরিদ্র, ব্যর্থ দেশ, দুর্নীতিগ্রস্ত দেশ থেকে একটি সফল দেশে পরিণত করেছেন। তিনি মানুষের জীবনকে উন্নত করেছেন। আমরা আমাদের দেশের উন্নয়নে অনেক পরিশ্রম করেছি।' সজীব আরও বলেন, 'উনি (মা) আমাকে বলেছিলেন যে এটিই তাঁর শেষ মেয়াদ হতে চলেছে, তাঁর এখন ৭৭ বছর বয়স।'

কোনও আশ্রয় চাননি

সজীব জানান, 'শেখ হাসিনা আশ্রয় চাননি। তাঁর আশ্রয় নিয়ে যে খবর চলছে সেটা ভুল।' তিনি বলেন, 'শেখ হাসিনা কোনও দেশের কাছে আশ্রয় চাননি। তিনি এমন কোনও সিদ্ধান্ত নেননি। তিনি বিভিন্ন দেশে তাঁর নাতি-নাতনিদের সঙ্গে দেখা করতে আসতে পারেন। আমাদের পুরো পরিবার বিদেশে থাকে। এমতাবস্থায় তাঁর রাজনৈতিক আশ্রয় চাওয়ার খবর গুজব।'

সজিব ওয়াজেদ বলেন, 'এটি কোনও শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল না। থানায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। পুলিশ কর্মীদের হত্যা করা হয়েছে। আপনারা বাংলাদেশে তাদের হিংসার ছবি দেখেছেন... আর এখন হিংসা আরও বাড়ছে। পুলিশের উপর হামলার পর আর আইনশৃঙ্খলা নেই।' তিনি আরও বলেন, 'পুলিশ হাল ছেড়ে দিয়েছে। চাকরি ছেড়ে দিয়েছে। আমাদের সব মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।'

Advertisement

TAGS:
Advertisement