scorecardresearch
 

Mujib- The Making of a Nation: শেখ হাসিনার লুকে নুসরত, বঙ্গবন্ধু কে? বাংলাদেশজুড়ে মুক্তি পাচ্ছে 'মুজিব'

অবশেষে প্রতিক্ষার অবসান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শুক্রবার। ছবির পরিচালনায় শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

Advertisement


অবশেষে প্রতিক্ষার অবসান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শুক্রবার। ছবির পরিচালনায় শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়।

 

আরও পড়ুন

 ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। বায়োপিকটি বাংলাদেশে একসঙ্গে  ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুজিবের কাস্টিংয়ে রয়েছে বড় চমক। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ।  কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এখানেই শেষ নয় বঙ্গবন্ধুর বাবার চরিত্রে রয়েছেন চ

ঞ্চল চৌধুরী। 

 

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুকরী।  নিজের ভেরিফায়েড ফেসবুকে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের লুকে দুটি ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন চঞ্চল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের মধ্যবয়সী চরিত্রে যখন আমি। শুভ মুক্তি ১৩ অক্টোবর ‘মুজিব: একটি জাতির রূপকার’।

 

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াও রয়েছেন  ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে। মুজিবুর রহমানের এই বায়োপিকেই মুজিবুরকন্যার চরিত্রে দেখা যাবে নুসরতকে। সেই ছবিরই এক ঝলক পোস্ট করেছেন নুসরত। অভিনেত্রী জানিয়েছেন, এরকম একটা চরিত্রে করতে পেরে নিজেকে খুব লাকি লাগছে। এরকম সুযোগ ভবিষ্যতে আর পাব না হয়তো। তাই সত্য়িই পুরো বিষয়টা স্বপ্নের মতো।

Advertisement

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Faria (@nusraat_faria)

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি।  ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ৮০ ভাগ শুটিং করা হয়েছে। এরপর ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশ অংশের শুটিং হয়। সিনেমাটির শেষ কয়েকটি দৃশ্যের শুটিং হয় বাংলাদেশেই । তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় এবং গোপালগঞ্জে সিনেমার শুটিং হয়েছে।  সাংবাদিক বৈঠকে শ্যাম বেনেগাল বলেন, “মুজিব ছবিটির নির্মাণ আমার কাছে খুবই আবেগের বিষয় ছিল। বঙ্গবন্ধুর জীবনের এতখানি বিস্তার ছবির পর্দায় ফুটিয়ে তোলা কঠিন। তাঁর জীবনের মতোই আপোসহীনভাবে চরিত্রটি আমি নির্মাণ করেছি। উনি সবসময়েই ভারতের জন্য দারুণ বন্ধু। এই পোস্টার দেখে সকলেই তা বুঝবেন আশা করি।” ছবিটি নিয়ে বাংলাদেশে ইতিমধ্যেই উন্মদনা চোখে পড়ার মত। 

Advertisement