scorecardresearch
 

Sukanta Majumder On Bangladesh : 'ভারত ললিপপ চুষবে না', এবার মমতার সুরেই বাংলাদেশকে আক্রমণ সুকান্তর

ললিপপ। বাংলাদেশ ইস্যুতে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'যাঁরা কলকাতা দখলের কথা বলছেন তাঁদের জেনে রাখা দরকার, আমরাও ললিপপ খাব না।' সেই ললিপপের কথা এবার শোনা গেল সুকান্ত মজুমদারের মুখে। 

Advertisement
Mamata Banerjee, sukanta Majumdar Mamata Banerjee, sukanta Majumdar
হাইলাইটস
  • বাংলাদেশকে আক্রমণ সুকান্ত মজুমদারের
  • ভারত এত সহজে ভুলবে না, বললেন সুকান্ত

ললিপপ। বাংলাদেশ ইস্যুতে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'যাঁরা কলকাতা দখলের কথা বলছেন তাঁদের জেনে রাখা দরকার, আমরাও ললিপপ খাব না।' সেই ললিপপের কথা এবার শোনা গেল সুকান্ত মজুমদারের মুখে। 

বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ ইস্যুতে কথা বলেন তিনি। সাফ জানান, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। সেই দেশের সরকার বসে আছে। কোনও পদক্ষেপ করছে না। পরিস্থিতি ঠিক করার জন্য সেই দেশের সরকারকে পদক্ষেপ করতে হবে। তারপরই তিনি ললিপপ শব্দটি ব্যবহার করেন। 

সুকান্তর কথায়, 'বাংলাদেশ এতদিন ধরে মানছিল না যে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তবে আজ সেটা স্বীকার করেছে। ৭০ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে আমরা ভিডিওতে দেখেছি, আরও বেশি সংখ্যক মানুষের উপর অত্যাচার হয়েছে। তবে মাত্র ৭০ জনকেই গ্রেফতার করা হয়েছে। ভারত ললিপপ চুষবে এমন দেশ নয়। ইউনূস সরকারকে পদক্ষেপ করতে হবে। কড়া হাতে অরাজকতা দমন করতে হবে। যাতে শান্তি বজায় থাকে। হিন্দুদের রক্ষা করা বাংলাদেশের সরকারের কাজ। তারা তা পালনে ব্যর্থ হচ্ছে। ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আছে। সেই দেশের হিন্দুদের অবস্থা এমন হবে কেন? এটা খুবই দুঃজনক ঘটনা।'

আরও পড়ুন

কয়য়েকদিন আগে বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, চারদিনের মধ্যে তারা নাকি কলকাতা দখল করে নেবে। বাংলাদেশের আর্মির প্রাক্তন মেজর দাবি করেন, যুদ্ধের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়। তারপর বাংলাদেশের বিরুদ্ধেও আক্রমণ শানান অনেকে। 

বিধানসভায় তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ থেকে আসা সেই মন্তব্যের বিরোধিতা করেন। যাঁরা বলছেন, বাংলা, বিহার দখল করবেন, তাঁদের বলছি, ভালো থাকবেন। আপনাদের অত হিম্মত নেই। আমরা ললিপপ নিয়ে বসে থাকব না। আমরা যথেষ্ট সক্রিয়।'  

Advertisement

Advertisement