scorecardresearch
 

Taslima on Bangladesh Flag: 'জঙ্গি পতাকায় ছেয়ে গিয়েছে বাংলাদেশ,' ছবি পোস্ট করে গর্জে উঠলেন তসলিমা

শেখ হাসিনা জমানার পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছে জঙ্গি আর মৌলবাদীদের আস্ফালন। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মদতে জেল থেকে ছাড়া পেয়ে ফের প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে হিয়বুত তাহরী, হুজি জঙ্গিরা। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা নিয়েও রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় প্রকাশ্যেই মিছিল করছেন মৌলবাদীরা। যা নিয়ে এবার গর্জে উঠলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন, যাতে লেখিকা লিখেছেন,' জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ। দেশের পতাকা পড়ে থাকে একা, জবুথবু, পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে।'

Advertisement
মৌলবাদীদের পতাকার ছবি দিয়ে প্রশ্ন তুললেন তসলিমা মৌলবাদীদের পতাকার ছবি দিয়ে প্রশ্ন তুললেন তসলিমা

শেখ হাসিনা জমানার পতনের পরেই বাংলাদেশে শুরু হয়েছে জঙ্গি আর মৌলবাদীদের আস্ফালন। মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের মদতে জেল থেকে ছাড়া পেয়ে ফের প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে হিয়বুত তাহরী, হুজি জঙ্গিরা। শুধু তাই নয়, কুখ্যাত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পতাকা নিয়েও রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় প্রকাশ্যেই মিছিল করছেন মৌলবাদীরা। যা নিয়ে এবার গর্জে উঠলেন লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তিনি একটি পোস্ট করেছেন, যাতে লেখিকা লিখেছেন,' জঙ্গি পতাকায় ছেয়ে গেছে দেশ।  দেশের পতাকা পড়ে থাকে একা, জবুথবু, পড়ে থাকে জঙ্গি পতাকার নিচে।'

 

আরও পড়ুন

প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে হিন্দুদের উপরে হওয়া অত্যাচার নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন জনপ্রিয় লেখিকা। এরআগে পিরোজপুরের মঠবাড়িয়ার হিন্দুদের উপর হামলার ছবি তুলে ধরে তসলিমা নিজের মতামত তুলে ধরে লিখেছিলেন, ‘জামায়াত শিবিরের সন্ত্রাসীরা হিন্দুর ওপর হামলা করছে। তার মানে এই নয় যে আওয়ামী শাসন ভাল ছিল। সেই আমলেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে। স্বৈরাচারী গিয়ে সন্ত্রাসী আসে। ইসলামিস্ট গিয়ে ইসলামিস্ট আসে, কেবল মানুষ আসে না।’

বাংলাদেশে স্বাধীনতার নামে উল্লাস করা সেদেশের কিছু জনতাকে দেশের পতাকার পাশাপাশি জেহাদি মৌলবাদী সংগঠনের পতাকাও ওড়াতে দেখা গিয়েছিল। সেই ছবি তুলে ধরে  তসলিমা নাসরিনের প্রশ্ন ছিল, ‘এই পতাকাটি কি স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা?’

 হাসিনা সরকার পতনের পর থেকেই বাংলাদেশে আক্রমণের মুখে হিন্দুরা। লাগাতার চলছে অত্যাচার। বাড়িঘর, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। এমনটাই অভিযোগ। এখানেই শেষ নয়। বাংলাদেশে  আইসিসের পতাকা উড়তেও দেখা গেছে  সম্প্রতি। ঘটনাটি বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের। নামাজের পরে এক হিন্দু ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই মুহূর্তে আইসিস (ISIS)-র পতাকা নিয়ে মিছিল করেন মৌলবাদীরা। প্রকাশ্যে ইসলামিক স্টেটসের পতাকা নিয়ে উল্লাস করতে দেখা যায় তাদের। 

Advertisement

বাংলাদেশের রাস্তায় কালেমা সহ আইসিসের পতাকা ওড়ানোর ঘটনা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে,  এই মিছিল করেছিল নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন হিজবুত তাহেরী।  শেখ হাসিনার সরকারের সময়কালে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল। হাসিনা সরকারের পতনের পরই ফের সক্রিয় তারা। আইসিসের পতাকা নিয়ে মিছিল করতে দেখা যায়  তাদের। প্রসঙ্গত, আওয়ামি লীগ সরকারের পতনের পরই, বর্তমান অন্তর্বর্তী সরকার এই নিষিদ্ধ সংগঠনের উপর থেকেনিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এই হিজবুত তাহেরীর নেতা মাহফুজ আলম বর্তমান বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টাও বটে।

Advertisement