অবশেষে প্রতিক্ষার অবসান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শুক্রবার। ছবির পরিচালনায় শ্যাম বেনেগাল। চলতি বছরের ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ২০১৯ সালে সিনেমাটির কাজ শুরু হয়। বায়োপিকটি বাংলাদেশে একসঙ্গে ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মুজিবের কাস্টিংয়ে রয়েছে বড় চমক। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। কন্যা শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। এখানেই শেষ নয় বঙ্গবন্ধুর বাবার চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি।