পরিস্থিতি এখনও খারাপ বাংলাদেশে। হাসিনা সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বহু আওয়ামি লিগের নেতাকে খুন করা হয়েছে। ৩০ জনের বেশি আওয়ামি লিগ নেতাকে খুন করা হয়েছে বলে খবর। বহু নেতা পলাতক। কিছু নেতা গা ঢাকা দিয়েছেন। লুকিয়ে রয়েছেন। বহু প্রাক্তন মন্ত্রীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কেমন আছেন আওয়ামি লিগের নেতারা? দেখুন।