scorecardresearch
 
Advertisement

Bangladesh Election: অশান্তির মধ্যেই নির্বাচন বাংলাদেশে, ভোট দিলেন শেখ হাসিনা

Bangladesh Election: অশান্তির মধ্যেই নির্বাচন বাংলাদেশে, ভোট দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রধান বিরোধী দল তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার (৭৮) বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) এই নির্বাচন বয়কট করেছে, যার কারণে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। দুর্নীতির অভিযোগে দণ্ডিত হয়ে গৃহবন্দি খালেদা জিয়া। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়। সকাল সকাল ভোট দেন শেখ হাসিনা। আগামী ৮ জানুয়ারি সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের আগে এখানে ব্যাপক হিংসা হয়েছে। শনিবার ভোর থেকে বাংলাদেশের ১০টি জেলায় অন্তত ১৭টি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করা হয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, শরীয়তপুর, চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, খুলনা ও বরগুনা জেলার ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

Advertisement