scorecardresearch
 
Advertisement

Bangladesh: ভিডিও প্রমাণ দেখুন,বাংলাদেশে ISKCON সাধুদের গুম করছে ইউনুসের সেনা সরকার

Bangladesh: ভিডিও প্রমাণ দেখুন,বাংলাদেশে ISKCON সাধুদের গুম করছে ইউনুসের সেনা সরকার

সময় যত এগোচ্ছে ততই আরও ঘোরালো হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। ভাঙচুর, অগ্নিসংযোগের বিরুদ্ধে, হামলার পাশাপাশি এবার মৌলবাদীদে নিশানায় ইসকনের একর পর এক সেন্টার, অভিযোগ অন্তত এমনটাই। এমনকী ইসকনের একটি হোর্ডিং খোলার ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসকন কলকাতার ভাইস প্রেসেডেন্ট তথা মুখপাত্র রাধারমণ দাস সেই ভিডিয়ো শেয়ার করেছেন। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই উদ্বেগ ও উতকণ্ঠা আরও অনেকটাই বেড়েছে ইসকনের ভক্তদের মধ্যে। একইসঙ্গে সেদেশে ইসকনের ভক্তদের কি খোঁজ পাওয়া যাচ্ছে না? এমনও প্রশ্ন উঠতে শুরু করেছে কোনও কোনওমহলে।

Bangladesh Situation is worsening

Advertisement