scorecardresearch
 
Advertisement

Vijay Diwas: সূর্যোদয়ে ৩১ রাউন্ড কামান দেগে বাংলাদেশে পালন 'বিজয়দিবস'

Vijay Diwas: সূর্যোদয়ে ৩১ রাউন্ড কামান দেগে বাংলাদেশে পালন 'বিজয়দিবস'

সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে ৩১ টি কামান দেগে ঢাকায় পালন করা হল বিজয় দিবস। বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ছয়টি কামান থেকে ৩১ রাউন্ড গুলি নিক্ষেপ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীরাঙ্গনাদের স্যালুট জানায়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজী ৯৩০০০ সেনাসহ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

Advertisement