scorecardresearch
 
Advertisement

Bangladesh International Mother Language Day 2023: অমর একুশে আজ, বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Bangladesh International Mother Language Day 2023: অমর একুশে আজ, বাংলাদেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রক্তঝরা অমর একুশে আজ। আজ জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করতে গিয়ে আত্মদানের গৌরবময় দিন। ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের প্রাঙ্গণে আজ বেজে চলেছে একুশের গান। আর ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে হাতে ফুল, কালো পোশাক, ব্যাজ পরে ধীর গতিতে এগিয়ে চলেছেন হাজারো মানুষ। খালি পায়ে একে একে তাঁরা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একুশে ফেব্রুয়ারিতে এটাই চিত্র গোটা ঢাকার। ভাষাশহিদদের শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাত ১২টা এক মিনিটে। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারের বেদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সময় যত বাড়তে থাকে, তত বাড়ে মানুষের ভিড়।

Advertisement