scorecardresearch
 
Advertisement

Taslima Nasrin on Bangladesh Quota Movement: 'মৌলবাদীদের সঙ্গে ইউনূস...', বাংলাদেশে ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক তসলিমা

Taslima Nasrin on Bangladesh Quota Movement: 'মৌলবাদীদের সঙ্গে ইউনূস...', বাংলাদেশে ছাত্র আন্দোলন নিয়ে বিস্ফোরক তসলিমা

'এটা ছাত্র আন্দোলন নয়, জেহাদি আন্দোলন ছিল'। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের পরবর্তী ঘটনাক্রম দেখে এমনটাই মনে হয়েছে তসলিমা নাসরিনের। bangla.aajtak.in-এর বিশেষ অনুষ্ঠান 'ব্যক্তিগত'-তে সম্পাদক কেশবানন্দ ধর দুবে বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে প্রখ্যাত লেখিকাকে প্রশ্ন করেন। যার জবাবে তসলিমা জানান,'আমরা ভাবতামন ইউনূস প্রগতিশীল লোক। কিন্তু মুক্তিযুদ্ধের মিউজিয়াম ভেঙে দিচ্ছে, ভাস্কর্য ভাঙছে, হিন্দুদের উপর হামলা হচ্ছে। অথচ ইউনূস প্রতিবাদ করছেন না। তখনই বুঝলাম ওঁর সঙ্গে মৌলবাদীদের যোগ রয়েছে'। তবে যেভাবে জাতীয় সংগীত বদলের দাবি ওঠার পর মানুষ 'আমার সোনার বাংলা' সমস্বরে গেয়ে প্রতিবাদ করেছেন, তা দেখে আপ্লুত লেখিকা।

Exclusive Interview Of Writer Taslima Nasrin

Advertisement