বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে অসমের করিমগঞ্জে বিশাল মশাল মিছিল। করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নেতৃত্বে এই মিছিল হয়। সোমবার সন্ধ্যায় জাগো রে হিন্দু জাগো, জয়শ্রীরাম স্লোগান দিয়ে এই মিছিল করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে শুরু হয়, মিছিল শেষ হয় শম্ভুসাগর পয়েন্টে।