scorecardresearch
 

Rahul-Rooqma: প্রিয়াঙ্কা নন, রুকমাই 'কাছের মানুষ' রাহুলের, একফ্রেমে 'রাম্পি' জুটি

Rahul-Rooqma: একসময় দেশের মাটি সিরিয়ালে মাম্পি ও রাজার জুটি দর্শকদের দারুণ পছন্দের ছিল। এই দুই চরিত্রে অভিনয় করা রাহুল বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায় সেই সময় রাম্পি নামে পরিচিত ছিলেন। আর এই সিরিয়াল থেকেই রাহুল ও রুকমার সম্পর্কের গুজব মাথা চাড়া দিয়ে ওঠে।

Advertisement
রাহুল-রুকমা একফ্রেমে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম রাহুল-রুকমা একফ্রেমে ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • একসময় দেশের মাটি সিরিয়ালে মাম্পি ও রাজার জুটি দর্শকদের দারুণ পছন্দের ছিল।

একসময় দেশের মাটি সিরিয়ালে মাম্পি ও রাজার জুটি দর্শকদের দারুণ পছন্দের ছিল। এই দুই চরিত্রে অভিনয় করা রাহুল বন্দ্যোপাধ্যায় ও রুকমা রায় সেই সময় রাম্পি নামে পরিচিত ছিলেন। আর এই সিরিয়াল থেকেই রাহুল ও রুকমার সম্পর্কের গুজব মাথা চাড়া দিয়ে ওঠে। কারণ দুজনেই ঘন ঘন ছবি দিতেন। ছোট পর্দায় তাঁদের রসায়ন রীতিমতো আগুন ধরিয়েছিল। আসলে রোম্যান্টিক কাপল হিসাবে তাঁদের অভিনয় এতটাই ভাল ছিল যে ব্যক্তিজীবনেও হয়ত তাঁরা প্রেম করছেন বলে ভেবে বসেছিলেন অনেকে। তবে বেশ কিছুমাস হল একসঙ্গে রুকমা-রাহুলকে দেখা যায়নি। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাঁদের দেখার জন্য। সম্প্রতি ফের রুকমা-রাহুলকে দেখা গেল একফ্রেমে। 

রুকমার সঙ্গে রাহুল একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। যেখানে রুকমা পরে রয়েছেন সাদা রঙের শাড়ি ও রানি রঙের ব্লাউজ, খোঁপায় ফুলের মালা ও ভারী গয়না আর রাহুল পরেছেন প্রিন্টেড পাঞ্জাবী। তিনটে ছবিতেই দেখা গিয়েছে রাহুল জড়িয়ে ধরে আছেন রুকমাকে। তবে নজর কেড়েছে এই ছবির ক্যাপশন। অভিনেতা লিখেছেন, কাছের মানুষ দূরের দর্শন। রুকমাকে কাছের মানুষ বলেছেন রাহুল। 

রাহুল-রুকমার জুটি এতটাই জনপ্রিয় হয় যে সকলেই ভেবেছিলেন তাঁরা বিয়েও করবেন। কারণ ওই সময় রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার ডিভোর্স কেসও চলছিল। তবে এরপর যখন রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কার ফের সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তখন রাহুল নিজেই জানিয়েছিলেন যে তিনি ও রুকমা বেস্ট ফ্রেন্ড। তাঁরা নিজেদের সব কথা শেয়ার করে থাকেন, রুকমা এতটাই কাছের রাহুলের। অপরদিকে রুকমাও জানিয়েছিলেন যে রাহুল ও প্রিয়াঙ্কা আরও একবার সংসার করতে চলেছেন শুনে তাঁর খুব ভাল লাগছে। 

Advertisement

একদিকে যেমন রাহুল-প্রিয়াঙ্কা আবার একসঙ্গে অন্যদিকে রুকমা নিজেকে সিঙ্গল বলেই দাবি করে থাকেন। সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন রুকমা। দেশের মাটি-র পর রাহুল ও রুকমাকে লালকুঠি সিরিয়ালেও একসঙ্গে দেখা গিয়েছিল তবে সেই সিরিয়াল বেশিদিন চলেনি। সম্প্রতি শেষ হয়েছে রুকমার সিরিয়াল তুমি আশে পাশে থাকলে। এখন অভিনেত্রীকে দেখা যাচ্ছে নষ্টনীড় ২ সিরিজে।  

আরও পড়ুন

Advertisement