টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ পার্নো মিত্র। সেই পার্নোকেই ফের একবার দেখা যাবে বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় করতে। বাংলাদেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেত্রী। ‘বিলডাকিনী’ নামের এক ঢাকাই সিনেমায় অভিনয়ের কথা রয়েছে পার্নোর। সবকিছুন ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই শুরু হবে শুটিং।
‘বিলডাকিনী’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন বাংলাদেশি পরিচালক ফজলুল কবীর তুহিন। রাজশাহীর একটি গ্রামে ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়াও দেখা যাবে বাংলাদেশের আরেক প্রতিভাবান অভিনেতা লুৎফর রহমান জর্জকে।
নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প নিয়ে ‘বিলডাকিনী’ সিনেমার গল্প আবর্তিত হবে বলে জানিয়েছেন পরিচালক ফজলুল কবীর তুহিন। পার্নোর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা স্বয়ং। সিনেমাটি বাংলাদেশ সরকারের অনুদানও পাচ্ছে। সিনেমায় অভিনয় করার প্রসঙ্গে বাংলাদেশি সংবাদ মাধ্যম ঢাকা টাইমসে পার্নো জানিয়েছেন, ‘সিনেমার গল্পটা পড়ে ভালো লাগে। তাই প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে যাই। এছাড়া যখন শুনি মোশারফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। ওনার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’
এদিকে ঢালিউডে এত অভিনেত্রী থাকতে এপার বাংলার পার্নোকেই কেন পছন্দ হল? এই প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, চিত্রনাট্যে গ্রামের মেয়ের যে চরিত্রের বর্ণনা রয়েছে তাঁর জন্য একেবারে উপযুক্ত পার্নো। তাঁর দাবি, চিত্রনাট্য লেখার প্রথম থেকেই পার্নোর কথাই নাকি তাঁর ভাবনায় ছিল। একটি উপন্যাসকে ভিত্তি করেই তৈরি হবে 'বিলডাকিনী'। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২-এর এপ্রিলেই মুক্তি পাবে 'বিলডাকিনী'।
তবে এই প্রথম নয় এর আগেও বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন পার্নো। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমা ‘ডুব’-এ অভিনয় করেছিলেন তিনি। সেটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ওই সিনেমায় পার্নোকে দেখা যায় প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের স্ত্রীর ভূমিকায়। এপার বাংলার ছবি সমালোচকদের কাছে ডুব দারুণভাবে সমাদৃত হলেও সিনেমাটি নিয়ে বাংলাদেশে দানা বেঁধেছিল বিতর্ক। বাংলাদেশের দর্শকদের একাংশের অভিযোগ ছিল, 'ডুব' নাকি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনকে কেন্দ্র করে তৈরি।