scorecardresearch
 

Swastika Dutta: শোভন 'অন্য কারও সঙ্গে ঘর' বাঁধলেন, তারপরেই স্বস্তিকা যা করলেন, ছবি VIRAL

Swastika Dutta: মেয়েদের কাছে চুলটা সৌন্দর্যের বড় অংশ। কারোর যদি লম্বা চুল থাকে তাহলে তাঁর সৌন্দর্য বাড়ে বই কমে না। সেরকমই বড় চুল ছিল স্বস্তিকা দত্তের। কখনও চুল খুলে অথবা বেণী করে তাতে ফুল দিয়ে অথবা এলোমেলো চুলে এতদিন এভাবেই স্বস্তিকাকে দেখতে অভ্যস্ত ছিলেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

Advertisement
স্বস্তিকা দত্ত স্বস্তিকা দত্ত
হাইলাইটস
  • স্বস্তিকার মা পাঞ্জাবী। তাই ছোট থেকেই তাঁর একঢাল লম্বা চুল ছিল।

মেয়েদের কাছে চুলটা সৌন্দর্যের বড় অংশ। কারোর যদি লম্বা চুল থাকে তাহলে তাঁর সৌন্দর্য বাড়ে বই কমে না। সেরকমই বড় চুল ছিল স্বস্তিকা দত্তের। কখনও চুল খুলে অথবা বেণী করে তাতে ফুল দিয়ে অথবা এলোমেলো চুলে এতদিন এভাবেই স্বস্তিকাকে দেখতে অভ্যস্ত ছিলেন তাঁর ভক্ত-অনুরাগীরা। কিন্তু শোভন-সোহিনীর বিয়ের পরপরই এমন এক কাণ্ড ঘটিয়ে ফেললেন স্বস্তিকা, যা দেখে সকলেই হতবাক। নিজের সাধের লম্বা চুল কেটে ছোট করে নিলেন তিনি। আর সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

লম্বা একঢাল চুল কেটে একেবারে নতুন রূপে ধরা দিলেন শোভনের প্রাক্তন। ব্লান্ট কাট করেছেন স্বস্তিকা। দেখতে মিষ্টি লাগছে তাঁকে। চুল কাটার পর সেলফিও তুলেছেন তিনি। ক্যাপশনে লিখলেন, আমি আজ বাজে বকা খেতে চলেছি। প্রথমবার এই নতুন লুকস। অর্থাৎ জীবনে এই প্রথমবার তিনি চুল কেটে ছোট করলেন। কিন্তু হঠাৎ করে এই ভোল বদল কেন? কোনও নতুন চরিত্রের জন্য কী? স্বস্তিকা এ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তিনি তাঁর লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। মাঝে মধ্যেই তিনি এটা করেন। আগেও চুল কেটেছেন তবে এত ছোট কোনওদিন করেননি। 

স্বস্তিকার মা পাঞ্জাবী। তাই ছোট থেকেই তাঁর একঢাল লম্বা চুল ছিল। টান টান করে চুল বেঁধে দেওয়া হত তাঁর, ঠিক যেমন পঞ্জাবি মহিলারা সামনের দিক থেকে টেনে লম্বা বেণী বাঁধেন তেমনই। আর চুল কেটে ফেলার পর মায়ের থেকেই বকুনি খাবেন বলে আশা করছেন তিনি। আর তাই এই পোস্ট। তবে স্বস্তিকাকে এই লুকসে আরও সুন্দর লাগছে বলে অনেক নেটিজেনই মন্তব্য করেছেন। 

সম্প্রতি স্বস্তিকার প্রাক্তন প্রেমিক শোভন বিয়ে করেন সোহিনী সরকারকে। ১৫ জুলাই এক ফার্মহাউসে বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনবছরের সম্পর্ক ছিল স্বস্তিকা-শোভনের। তবে গত বছরই সেই সম্পর্কের অবসান হয়। এরপরই শোভনের সঙ্গে প্রেম হয় সোহিনীর। তবে স্বস্তিকা এখন সিঙ্গল। মন দিয়েছেন কেরিয়ারে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁকে দেখা যায় নানান অবতারে। স্বস্তিকাকে বড় পর্দায় শেষ দেখা গিয়েছে আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত ‘আলাপ‍’ ছবিতে। এ ছাড়া ওটিটিতে কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘গভীর জলের মাছ ২’। 

Advertisement

Advertisement