scorecardresearch
 

Arijit Singh: স্ত্রীকে স্কুটিতে চাপিয়ে শ্মশানের পথে অরিজিত্‍ সিং, ছবি VIRAL, কী হয়েছে?

Arijit Singh: ২০২১ সালে গায়কের মা অদিতি সিং মারা যাওয়ার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অরিজিৎ। শোনা যায়, বেশ কিছুদিন ধরেই গায়কের দিদা বার্ধক্যজনিত কারণে শারিরীকভাবে অসুস্থ হয়েছিলেন। জিয়াগঞ্জ কমলে কামিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন ভারতীদেবী।

Advertisement
অরিজিৎ সিং অরিজিৎ সিং
হাইলাইটস
  • ফের কাছের মানুষকে হারালেন গায়ক অরিজিৎ সিং।

ফের কাছের মানুষকে হারালেন গায়ক অরিজিৎ সিং। মা অদিতি সিংহের পর অরিজিৎ হারালেন তাঁর দিদিমা ভারতী অধিকারীকে। মৃত্যুর সময় বয়স হয়েছিল তাঁর ৮২ বছর। রবিবার দুপুরে প্রয়াত হন গায়কের দিদিমা। সেই সময় জিয়াগঞ্জের বাড়িতেই ছিলেন অরিজিৎ। স্ত্রী কোয়েলকে স্কুটিতে সিয়ে জিয়াগঞ্জ শ্মশানে যেতে দেখা যায় অরিজিৎকে। 

দিদিমার মৃত্যতে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই শেষকৃত্যে উপস্থিত ছিলেন অরিজিৎ। ২০২১ সালে গায়কের মা অদিতি সিং মারা যাওয়ার পর ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অরিজিৎ। শোনা যায়, বেশ কিছুদিন ধরেই গায়কের দিদা বার্ধক্যজনিত কারণে শারিরীকভাবে অসুস্থ হয়েছিলেন। জিয়াগঞ্জ কমলে কামিনী দেবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন ভারতীদেবী। ছোটবেলায় অরিজিতের গানের তালিম তাঁর কাছ থেকেই নেওয়া। দিদার হাত ধরেই গায়ক গিয়েছিলেন সঙ্গীত গুরু রাজেন হাজারির কাছে। তাই স্বাভাবিকভাবেই দিদার মৃত্যুতে মন ভারাক্রান্ত অরিজিতের। 

শিবতলা ঘাটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরিজিতের দিদা ভারতীদেবী। জিয়াগঞ্জ শহরের গঙ্গা তীরেই রয়েছে মহা শ্মশান। সেখানেই অরিজিতের দিদার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে অরিজিৎ, কোয়েল ছাড়াও উপস্থিত ছিলে গায়কের বাবা সুরিন্দর সিং। প্রসঙ্গত, মাকে হারানোর যন্ত্রণা এখনও ভুলতে পারেননি তিনি। সম্প্রতি এক কনসার্টে ভক্তের দেওয়া মায়ের আঁকা ছবি নিয়ে আবেগতাড়িত হতেও দেখা যায় অরিজিৎকে। 

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়েছিলেন অরিজিতের মা অদিতি সিং। কলকাতায় এনে চিকিৎসা করান মায়ের। তবে শেষরক্ষা হয়নি। করোনা কালেই মৃত্যু হয় গায়কের মায়ের। তারপর থেকে জিয়াগঞ্জের স্কুল, হাসপাতালের সার্বিক উন্নয়নের উদ্যোগ নেন অরিজিৎ। সম্প্রতি অরিজিৎ একটি স্কুল গড়ার কথা শোয়ের মাঝে জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরিজিতের স্কুল নির্মাণের স্বপ্নে জমি দেবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

অরিজিৎ-এর কন্ঠে মাতাল গোটা বিশ্ব। দেশ-বিদেশে বহু জায়গায় তাঁর কনসার্ট শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাঁর ভক্তরা। অরিজিৎ সিং-এর অনুষ্ঠান মানেই যেন এক অন্য ভালোলাগা। বাংলা হোক বা হিন্দি তাঁর গানে বারবার মুগ্ধ হয়েছে বাঙালি। শুধু গানেই নয়, তাঁর অতি সাধারণ জীবন যাপনও মুগ্ধ করেছে বারবার। জিয়াগঞ্জে একেবারে সাধারণের মতো জীবন যাপন করে থাকেন তিনি। 

Advertisement