scorecardresearch
 

Aparajita Adhya: বান্ধবীর ঠোঁটে ঠোঁট অপরাজিতার, নেটিজেনদের প্রশ্ন,'আপনি সমকামী?'

Aparajita Adhya: জীবনে বহু চড়াই-উৎরাই দেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এতকিছুর পরও তাঁর মতো প্রাণখুলে বাঁচতে ক'জন পারেন। সোজা কথা সোজাভাবে বলতেই সবসময় ভালোবাসেন অপরাজিতা। জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের কাছের মানুষের কাছে একেবার মাটির মানুষ হয়েই মেশেন অভিনেত্রী।

Advertisement
অপরাজিতা আঢ্য অপরাজিতা আঢ্য
হাইলাইটস
  • জীবনে বহু চড়াই-উৎরাই দেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

জীবনে বহু চড়াই-উৎরাই দেখেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। কিন্তু এতকিছুর পরও তাঁর মতো প্রাণখুলে বাঁচতে ক'জন পারেন। সোজা কথা সোজাভাবে বলতেই সবসময় ভালোবাসেন অপরাজিতা। জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও নিজের কাছের মানুষের কাছে একেবার মাটির মানুষ হয়েই মেশেন অভিনেত্রী। কাজের বাইরে নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন ছোটপর্দার লক্ষ্মীকাকিমা। সম্প্রতি অপরাজিতা আঢ্যর একটি ছবি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে পর্দার কোজাগরীকে দেখা যাচ্ছে এক মহিলাকে লিপ কিস করতে। আর এই ছবি পোস্ট হতেই রে রে করে আসেন নেটিজেনরা। 

শনিবার অপরাজিতা তাঁর ফেসবুজ পেজে একটি ছবি শেয়ার করেন। সেখানে লাল শাড়ি পরা এক সুন্দরীর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন অভিনেত্রী। এই একই ছবি দেখা গিয়েছে অপরাজিতার ইনস্টাগ্রামের স্টোরিতেও। কিন্তু কে এই মহিলা আর অভিনেত্রীর সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক? ছবিতে অপরাজিতার সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে তিনি তাঁর বান্ধবী মালা সেন। পেশায় নৃত্যশিল্পী। অপরাজিতা আঢ্যর সঙ্গে নাচের ভিডিওতে দেখা মেলে তাঁর।

শুক্রবার ছিল সেই বান্ধবীর জন্মদিন। সেই পার্টির মধ্যমণি হয়ে ওঠেন অপরাজিতা আঢ্য। নাচে-গানে-হুল্লোড়ে জমে উঠেছিল আসর। আর সুযোগ বুঝে বন্ধুকে চুমু খাওয়ার মুহূর্ত লেন্সবন্দি করে ফেলেন অপরাজিতা আঢ্য। ছবির ক্যাপশনে লিখলেন, ‘প্রত্যেক চুমুর আলাদা আলাদা আবেগ আছে’। অপরাজিতা ও তাঁর বান্ধবীর এই ছবি যেমন অনেকের ভাল লেগেছে আবার অনেকে কুকথা বলতেও পিছুপা হননি। 

আরও পড়ুন

তবে ট্রোলিং নিয়ে কোনওদিনই ভাবিত ছিলেন না অপরাজিতা। তাই এইবারও ট্রোল-কটাক্ষের কোনও জবাব দিলেন না অভিনেত্রী। শহরের এক ক্লাবে বসেছিল বার্থে পার্টি। ওয়াইন রঙা ককটেল ড্রেসে ধরা দিলেন অপরাজিতা আঢ্য। বন্ধুর জন্মদিনে ‘ডাকাতিয়া বাঁশি’র সুরে কোমর দোলালেন অভিনেত্রী। বন্ধুর জন্মদিনটা হইচই আর দেদার খানাপিনার সঙ্গেই কাটল, যা স্পষ্ট এই ভিডিওতে।

Advertisement

ছোটপর্দায় শেষবারের মতো অপরাজিতাকে দেখা গিয়েছিল জল থই থই ভালোবাসায়। কিন্তু কিছুমাস চলার পরই আচমকা সেই সিরিয়াল বন্ধ হয়ে যায়। এরপর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। পরিচালক মানসী সিনহার ৫ নং স্বপ্নময় লেন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে।    

Advertisement