টলিপাড়ায় একের পর এক অভিযোগ উঠছে যৌন হেনস্থার। তারই মাঝে শনিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন টলিউডের এক হেয়ারড্রেসার। সেই রেশ কাটতে না কাটতেই আবারও মেগা সিরিয়াল সেটে এক অভিনেত্রী হেনস্থার শিকার হলেন। জানা গিয়েছে, শুক্রবার ধারাবাহিকের নায়িকা মহিলাদের জন্য থাকা নির্দিষ্ট শৌচাগারে গিয়েছিলেন। আর সেই বাথরুমের একটি ফাটল দিয়ে নাকি তাঁর ভিডিও তোলার চেষ্টা করেন এক টেকনিশিয়ান। শনিবার এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল ওঠে। শোনা যাচ্ছিল যে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও লাভ হয়নি। তবে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে অভিযুক্তের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছে।
অপরদিকে, এই সিরিয়ালের প্রযোজক স্নেহাশিষ চক্রবর্তীর দাবি, তিনি জ্বরে বিছানায়। বিষয়টি তিনি জানার পর সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করার নির্দেশ দেন তিনি। অভিযোগকারিনী নায়িকা স্বাভাবিক হওয়ার পরই ফের শ্যুটিং শুরু হয়। প্রায় একবছর ধরে স্নেহাশিষের এই মেগা চলছে। প্রযোজক নিয়েও অভিযুক্ত টেকনিশিয়ানকে চেনেন আগে থেকেই। কোনওদিন তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেনি। অপরদিকে অভিযুক্ত টেকনিশিয়ানও নায়িকাকে দেখে আসছেন একবছর ধরে। হঠাৎ করে কেন এমন ঘটনা ঘটালো সে তা স্পষ্ট নয়। তবে প্রযোজকের দাবি যে তাঁর সেটে মেয়েরা যথেষ্ট নিরাপদ। শুক্রবারের ঘটনা ঘটার পর প্রযোজক নিজে ওই নায়িকার সঙ্গে যোগাযোগ করেন। কারণ এই ঘটনা ঘটার পর সেটে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় আর যে কারণে শ্যুটিং বন্ধ হয়ে যায়। তবে নায়িকা ধাতস্থ হওয়ার পরই রবিবার থেকে ফের শ্যুটিং শুরু করে দেওয়া হয়।
ওই সিরিয়ালের দুই কলা-কুশলীর ভয়েস নোট থেকে জানা গিয়েছে যে শুক্রবারের ঘটনার পর শনিবার সারাদিন উত্তেজনা ছিল সেটে। কিন্তু এই নিয়ে কেন থানা-পুলিশ করা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অভিযুক্তকে বেঁধে রাখা হয় এবং অল্প বিস্তর মারধরও করা হয়। ওই দুই অভিনেত্রী এই ঘটনার তীব্র প্রতিবাদও জানিয়েছেন। তাঁদের মারাত্মক অভিযোগ, ঘটনা জানার পর তাঁরা কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে কেউ বিষয়টি নিয়ে কথা বলতে চাননি। পুরোটাই নাকি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি, নায়িকাকে নাকি থানায় অভিযোগ দায়ের করতেও দেওয়া হচ্ছে না। কারণ, থানায় গেলে সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি, নায়িকাকে নাকি এ-ও বোঝানো হয়েছে, এই অভিজ্ঞতা প্রকাশ্যে এলে তিনিই উল্টে কালিমালিপ্ত হবেন। অভিনেত্রীদের পাল্টা যুক্তি দেওয়া হয়েছে, গিল্ড এবং ফেডারেশন উভয়কেই জানানো হয়েছে। অভিযুক্ত টেকনিশিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ করছে তারা। রবিবার সকালের খবর, ফেডারেশন এবং গিল্ড সদস্যপদ কেড়ে নিয়েছে অভিযুক্তের।