scorecardresearch
 

Television Gossip: 'সুচিত্রা সেনের মতো লাগছে', ছোটপর্দার এই নায়িকার ছবি ভাইরাল, চিনতে পারছেন?

Television Gossip: বাংলা চলচ্চিত্র জগতে সুচিত্রা সেন বিরাট জায়গা জুড়ে রয়েছেন। তাঁর বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় বাঙালিদের। তাঁর চোখের চাহনি ঘুম কেড়ে নিতে পারে বহু পুরুষের।

Advertisement
সুচিত্রা সেনের মতোই দেখতে লাগছে এই নায়িকাকে সুচিত্রা সেনের মতোই দেখতে লাগছে এই নায়িকাকে
হাইলাইটস
  • টেলিদুনিয়ায় পরিচিত মুখ আরাত্রিকা মাইতি।

টেলিদুনিয়ায় পরিচিত মুখ আরাত্রিকা মাইতি। খেলনা বাড়ি, মিঠিঝোরা সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী এখন পরিচিত মুখ। মিঠিঝোরা সিরিয়ালে তাঁকে রাইপূর্ণা চরিত্রে দেখা যাচ্ছে। অভিনয়ের পাশাপাশি আরাত্রিকা সোশ্যাল মিডিয়াতেও দারুণভাবে সক্রিয়। মাঝে মাঝেই তিনি নিজের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি আরাত্রিকা তাঁর একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন, যেখানে নেটিজেনরা তাঁর ছবির সঙ্গে মহানায়িকা সুচিত্রা সেনের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। 

বাংলা চলচ্চিত্র জগতে সুচিত্রা সেন বিরাট জায়গা জুড়ে রয়েছেন। তাঁর বাঁকা ঠোঁটের হাসি আজও মন কেড়ে নেয় বাঙালিদের। তাঁর চোখের চাহনি ঘুম কেড়ে নিতে পারে বহু পুরুষের। সম্প্রতি আরাত্রিকাও একটি ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে তাঁর লুকসের সঙ্গে অনেকটাই মিল খুঁজে পাওয়া গিয়েছে মহানায়িকার। সেই টানা টানা চোখ, হাসি। পর্দার রাইয়ের এই ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। নেটিজেনরা লাইক-কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, সুচিত্রা সেনের মতো লাগছে। আবার কেউ কেউ লেখেন, প্রথমে ভেবেছিলাম....সুচিত্রা দেবী। 

ভাইরাল এই ছবি প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে আরাত্রিকা জানিয়েছেন যে তিনি বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবি পোস্ট করেননি। এই ছবিটা যে সবার মনে এভাবে দাগ কাটবে তিনি ভাবতেও পারেননি। অভিনেত্রী বলেন যে মিঠিঝোরার শ্যুটিং থেকে ফিরে এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলেন তিনি। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফি তুলে পোস্ট করেন। অভিনেত্রী আরও জানান যে স্বর্ণযুগের বাংলা ছবির নায়িকাদের লুক তাঁর খুব পছন্দের। সেই কারণে তিনি সাদাকালো ছবি তুলতে ভালোবাসেন তিনি। অভিনেত্রী সুচিত্রা সেনের ভক্ত বললে ভুল হবে না। সুচিত্রা সেনের সব ছবিই তাঁর খুব প্রিয়।

Advertisement

সুচিত্রা সেনের সঙ্গে তাঁর লুকসের মিল খুঁজে পাওয়া যায় নাতনি রাইমা সেনের। রাইমার বহু ছবির সঙ্গেই মিল খুঁজে পাওয়া গিয়েছে তাঁর দিদার। ছোটপর্দার আরাত্রিকা এখন বেশ জনপ্রিয় এক নাম। অগ্নিশিখা সিরিয়ালে শিখা, খেলনা বাড়ি সিরিয়ালে মিতুল এবং মিঠিঝোরা সিরিয়ালে রাইপূর্ণা এখন দারুণভাবে জনপ্রিয়। কিছুদিন আগেই ২০ বছরে পা দিয়েছেন আরাত্রিকা। বাড়িতেই মা-বাবা ও বিশেষ মানুষের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।    

আরও পড়ুন

Advertisement